প্রকৃতি নিরব
প্রকৃতি নিরব
প্রকৃতি কত নিরব
বোঝে কি সব?
কোথায় কখন
হবে যে দুর্যোগ?
মহাপ্রাণের ভেলারা
ভেসে ভেসে যায়,
কত কত বাড়ি ঘর,
মড়কের পর মড়ক
বোঝে কি সব?
নিস্তব্ধ নিশুতি রাতে
প্রলয়ঙ্কর বাণে
ভেসে যায় শত শত
প্রাণ, দূর দূরান্তে।
কত হাহাকার, চিৎকার
শোনে কি সে?
নিরীহ প্রাণের সংখ্যা
গোণে কি সব?
বোঝে কি সব?
--------------
