মেঘের আঁচলকবিতা রক্ষিত
মেঘের আঁচলকবিতা রক্ষিত
ধরার বুকে মেঘের আঁচল
দেখতে ভাল লাগে।
কারোর ভাল, কারোর মন্দ
আমার প্রেম জাগে।।
মেঘের আঁচলে রঙের প্রভাব
সাদা এবং কালো।
কখনো রঙিন ও হয়, যখন পড়ে
সূর্যেরই আলো।
ধরার বুকে মেঘের আঁচল
দেখতে ভাল লাগে।
কারোর ভাল, কারোর মন্দ
আমার প্রেম জাগে।।
মেঘের আঁচলে রঙের প্রভাব
সাদা এবং কালো।
কখনো রঙিন ও হয়, যখন পড়ে
সূর্যেরই আলো।