কেবলই খেলনা
কেবলই খেলনা
প্রচন্ড ঝড় বৃষ্টি
বন্যার তান্ডব শুরু হয়েছে
নদীগুলো গর্জন করছে, ফুঁসছে
কাউকে না নিয়ে গর্জন থামবে না
মাটি আলগা হয়ে ধ্বস নামছে নীচে
সমানে তাসের ঘরের মতো ঝরে ঝরে পড়ছে বাড়ী লাইটপোষ্ট গাছপালা মানুষ
গরু বাছুর ছাগল
শুধু মানুষের চীৎকার,
তারস্বরে, কে বাঁচাবে ওদের
বিধ্বংসী বৃষ্টি ঝড়, কি তান্ডব
মিলিটারীরা নেমে পড়েছে উদ্ধারে
তবু ও মৃত্যুর মিছিল চলেছে স্রোতের মত
অবিশ্রান্ত গতিতে,
কত প্রাণীকে বাঁচাবে?
এ যে প্রকৃতির নিঠুর খেলা
মানুষ কেবলই খেলনা, খড়কুটো
যারা আগে থেকে সরে যেতে পেরেছে
কিছু কিছু দরকারী
জিনিস নিয়ে প্রাণ নিয়ে
তারা বেঁচে গেছে, দূরে সরে,
যারা পারেনি তাদের মৃত্যুর চিৎকারে
আকাশ বাতাস বিভীষিকাময় বনান্তর।
----------------------
