STORYMIRROR

Kabita Rakshit

Abstract Romance Others

3  

Kabita Rakshit

Abstract Romance Others

সাহসী প্রেমী

সাহসী প্রেমী

1 min
127

আজ দুজনায় এসো না বৃষ্টিতে ভিজি

দুজনে হাত ধরে, উঠোনে নেমে,

পবিত্র বৃষ্টির ধারা দিয়ে

দুজনে দুজনকে সিঁদুর পরিয়ে দিই,

আলিঙ্গন করি।

যদি সাহস থাকে তো এসো প্রেমী

কোন রঙিন সিঁদুর নয়

পবিত্র বৃষ্টির জল হবে আমাদের

বিবাহের পরিচয়।

যদি পারো তো এসো প্রেমী

না পারলে এসো না

ইতি টেনে দাও প্রেমে।

যে প্রেম সাহস যোগায় না

সে প্রেম প্রেমই নয়।

যদি সম্পর্ক, সংসার করতে চাও

তবে হাত ধরো, নামো।

আকাশ তলে যেখানে মাথার উপর

কালো মেঘের দৌরাত্ম্য 

তোমার আমার অঙ্গ ভিজিয়ে দেবে

যে মেঘেরা,

তারাই থাকুক না সাক্ষী, 

আমি রাজী।

প্রশস্ত আঙিনায় দুজনার হৃদয় বিনিময়

হয়ে যাক।

আমরা যদি সত‍্যিকারের প্রেমী হই

তবে এসো।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract