রোদ বৃষ্টিকবিতা রক্ষিত
রোদ বৃষ্টিকবিতা রক্ষিত
এই রোদ্দুর, এই বৃষ্টি
লাগছে ভাল, এই সৃষ্টি।
এই পাহাড়, এই জঙ্গল
লাগছে ভাল, সবই মঙ্গল।
রবি ঠাকুর বললেন, বেশ
তোমার লেখা, হয়েছে শেষ?
আমি ভাবছি, আরো কিছু
সমুদ্র নদী, ধাওয়া করছে পিছু পিছু।
রোদ্দুর ভরা আকাশ
আর বৃষ্টি ভরা বাতাস।
প্রকৃতির এই সৃষ্টি
আমার কাছে ভারী মিষ্টি।
রবি ঠাকুর বললেন, বাঃ বেশ
করেছো কি তুমি, হয়নি শেষ?
