বৃষ্টিকবিতা রক্ষিত
বৃষ্টিকবিতা রক্ষিত
কি বৃষ্টি, কি বৃষ্টি
তোলপাড় করা ছন্দ।
কি চমকানি, বিদ্যুৎ ঝলকানি
তোলপাড় করা দ্বন্দ্ব।
সৃষ্টির একি মাহাত্ম্য
বুঝি না একি কান্ড।।
কি বৃষ্টি, অতি বৃষ্টি
কি মিষ্টি সেই গন্ধ।
কি ঢলানি সেই গাছগুলোর
দেখে কলম বন্ধ।
একি লীলা তব
সব কাজ মোর পন্ড।।
---------------
