প্রকৃতির বদলকবিতা রক্ষিত
প্রকৃতির বদলকবিতা রক্ষিত
মেঘে ভরা আকাশ
মৃদু মৃদু বাতাস।
হয়তো আসবে বৃষ্টি
কার এই সৃষ্টি?
কোথাও ভেসে যাচ্ছে
অতিবৃষ্টিতে,
কোথাও আবার রুক্ষরুপ
অনাবৃষ্টিতে।
মানুষের হাতে নেই কিছু
দেখে যাও শুধু খেলা।
জলের আকাল হয়েছে শুরু
জেলার পর জেলা।
অভিনব এই রুপ
আছড়ে পড়ছে।
জীবজগতের উপর
প্রকৃতির বদল ঘটছে।
