চরম অবস্থাকবিতা রক্ষিত
চরম অবস্থাকবিতা রক্ষিত
ওপারেতে বৃষ্টি এলো
এপারেতে মেঘ
আজব কান্ড হচ্ছে বেশ
একটু ভেবে দেখ।।
গরম বাড়ছে দিনে দিনে
এখানে নেই বৃষ্টি
কোথাও বাড়ছে বরফ শুধুই
অদ্ভুত অনাসৃষ্টি।।
কোথাও করছে সানবাথ
আমরাই মরছি গরমে
প্রকৃতির এইসব লীলা
পৌঁছে গেছে চরমে।।
----------------
