মৃত্যুর ফাঁদ
মৃত্যুর ফাঁদ
সারাটা দিন ঝিরঝির ঝিরঝির
মনটা করে শিরশির শিরশির
এরকমই চলতে থাকবে
বৃষ্টিতে মন বশ হবে।।
একবার যদি লাগে ঠান্ডা
মা পিঠে তুলবে ডান্ডা
ঘোড়াগুলো চলেছে ভিজতে ভিজতে
পিনাকী চলেছে কিছু ভাবতে ভাবতে।।
পাহাড়ের গা বেয়ে নেমে আসে ধারা
পিনাকীর মন হয়ে যায় হারা
ঠান্ডায় শরীরে কাঁপন লাগে তার
পাহাড়ের কোলেই যে বাসা তার।।
ভালই লাগে বৃষ্টিতে ফুরফুরে মন আজ
আকাশ ঘনায় কালো মেঘের সাজ
ষোল কি সতেরো হবে পিনাকীর
পেছনে হুনহুনা আওয়াজ পাল্কীর।।
ওদের পাশ দিতে গিয়ে পড়ে খাদে
গড়াতে গড়াতে একেবারে মৃত্যুর ফাঁদে
হায় হায় রব ওঠে পাহাড়ে
ঝিরঝিরে বৃষ্টিই নিয়ে নিলো তারে।।
--------------------
