STORYMIRROR

Kabita Rakshit

Tragedy

4  

Kabita Rakshit

Tragedy

পরিচিত এক মৃত্যু

পরিচিত এক মৃত্যু

1 min
237

আবার একটা মৃত্যু 

শৈশব কৈশোরের পরিচিত এক মৃত্যু 

একটা প্রাণ মৃত্যুতে গ্রাস করে নিল।

এইভাবে আমার ও দিন ঘনিয়ে আসবে

সুন্দর পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে।

হাজারটা কাজ ফেলে,

নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি,

এটাই গতানুগতিক।

এটাকেই মেনে নিতে হবে,

এর থেকে কারোর মুক্তি নেই।

মনটা খুব অসুস্থ হয়ে পড়ছে।

জোর হারিয়ে যাচ্ছে ক্রমাগত।

সুন্দর সুস্থ জীবনের অবসান হচ্ছে

বুঝতে পারছি।

কত না দেখা জিনিস দেখা হবে না,

এমন ও হতে পারে

'অন্তরের প্রিয়জনের' সাথে দেখা হবে না

চাইলে ও হবে না।

আফশোষ নিয়ে চলে যেতে হবে।

মৃত্যু কত কী ভাবিয়ে দেয় মানুষকে।

শান্তিতে বাধা মৃত্যু,

এক একটা দিন ক্রমাগত ঘনিয়ে আসছে

মৃত্যুর দিকে।

কে, কখন, কবে, চলে যায়

কেউ আগে থেকে বলতে পারে না।

শেষের সেদিন এলো বলে

আর দেরী নেই।

    --------------------



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy