তাতে ক্ষতি কি
তাতে ক্ষতি কি
এই জীবনে ,তবে তোমায় পাবো না পাশে,
জানি এমন করে কতস্বপ্ন ভাঙলো নিমেষে ,,
স্বপ্ন নাহয় অনেক আরও দেখব , রাতের শেষে সত্যি গিয়ে করব,,
হাজার স্বপ্ন রইল জমে তোমার দিকে চেয়ে,
এখনও কোন আশায় ওদের রেখেছি বাঁচিয়ে,,
না জানি কত নতুন স্বপ্ন ধরে,কাটবে যে রাত এমনি করে ,,
যাবো কবে ফেলে এঘন আমি আধার পিছে ,
তাতে ক্ষতি কি কিছু আছে ,,
আরালেতে, হৃদয়েতে যে পরশ গেছ দিয়ে,
জনম জনম ,সেইসে তোমার রইবে অমর হয়ে,,
আমি নাহয় দিশেহারা হয়ে,গেছি ওই হৃদয় গহনে খুয়ে,,
আবার ,পুবের পরে নুতন রবি দেখতে পেয়ে,
এবার ,দিলাম পারি নতুন পথের দিশা নিয়ে,,
না জানি কার হাতটি ধরে, কোন সেই হৃদয়ের গহন পুরে,,
যাবো এবারেরি মতন আমি আবার পৌঁছে ,
তাতে ক্ষতি কি আর আছে ,,
