STORYMIRROR

Straydog Massacre

Tragedy

4  

Straydog Massacre

Tragedy

আঁখি পল্লবে বৃষ্টিধারা

আঁখি পল্লবে বৃষ্টিধারা

1 min
310

 সে যে নাশ করে আমায় ,তবু ছাড়িতে যে না চায় 

তার মনের প্রাঙ্গনে খেলিছে অন্য কেউ, জবাব মেলা দায় 

দীর্ঘ দশ সালের মায়াবী ঘুমে ছিল হৃদয় একেলা 

তাই আজ সে আমায় সাজায়, শুধু আঁখি পল্লবে বৃষ্টিধারা ||


চেয়েছ আমি থাকি যেন হয়ে নতজানু, হাঁস -ফাঁস করে ওঠে প্রাণ 

ভালোবাসা দুই হৃদয় এর মিলন, যে ভালোবাসা আজ শুধুই অম্লান 

একা বোকা আমাকে নিয়ে কেন মিছে ভালোবাসার রাজযুদ্ধ খেলা 

আমি রয়ে যাই ভালোবাসা হীন... শুধু আঁখি পল্লবে বৃষ্টিধারা ||


শয়নে, স্বপনে, জাগরণে যেথায় হৃদয় লুটাও    

প্রণমি ভগবানেরে তাহার সুধা ঠিক আচ্ছন্ন হও 

ভালোবাসার তর্জমা আর লাগাইও না আমার নামে 

আজি আষাঢ় মাসে, নেই দুঃখ ,নেই যে আঁখি পল্লবে বৃষ্টিধারা ||


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy