প্রেমের ইস্তেহার
প্রেমের ইস্তেহার
লজ্জার লাল ঠোঁট আর জীবন ভীতিময়
তবু লজ্জায় লাল ঠোঁট আর বেয়োনেট -এ শান দিয়ে যাই
আদরের খাম ভরে থাকে ঘর্মাক্ত শরীরে দুজনার
আর আমি খামে ভরে পাঠাই আমার প্রেমের ইস্তেহার ||
আবাহন করি তোমায় প্রতিটি গানে
পিছন দরজা খোলা থাকুক প্রেমে সদর দরজা কি বা মানে রাখে
হৃদপদ্মে বিকশিত হোক বা দূরত্বের নামই না হয় হোক জীবন
আমি তোমার জন্য আবার করবো প্রেমের ইস্তেহারের অঙ্কন ||
আজ যদি পাশে না চাও
কাল বদলে যেতে পারে জীবন এর মানে
আজ যদি কাছে না চাও
শুনিয়ে যাবো প্রেমের ইস্তেহার কানে কানে ||
একদিন ঠিকই বিক্রি হবে আমার গান তোমার নামে
একদিন ঠিকই চাইবে তুমি জানতে প্রেমের ইস্তেহার এর মানে
আপাতত আমার বেশভূষা হয়ে থাকে এক ঝোড়ো কাক
একদিন ঠিকই বুঝবে তুমি আমার প্রেমের ইস্তেহার এর মানে ||

