STORYMIRROR

DEBA MONDAL

Tragedy Fantasy

4  

DEBA MONDAL

Tragedy Fantasy

ফুটন্ত কুঁড়ি

ফুটন্ত কুঁড়ি

1 min
393

            ফুটন্ত কুঁড়ি

                        দেবা মণ্ডল

আমি আজ একটা ফুটন্ত কুঁড়ি;

পৃথিবীর বুকে আগামী দিনে যখন

আমার কোমল পাপড়িগুলো মেলে ধরব,

প্রকৃতির বুকে প্রস্ফুটিত হবে রূপ সৌন্দর্য্যের মহিমা,

তখন ক্ষুধার্থ ভোমরাগুলো

উন্মাদের মতো ছুটে আসবে আমার দিকে,

ভয়ঙ্কর হিংস্রভাবে চুষে খাবে আমার পুঞ্জিত মধু,

সূঁচালো হুলের আঘাতে

ক্ষত-বিক্ষত করে দেবে কোমল পাপড়িগুলো,

ছিনিয়ে নেবে আমার বাঁচার প্রধান অবলম্বন,

তারপর ছুঁড়ে ফেলে দেবে

মূল্যহীন কোন এক আস্তাকুঁড়েয় !

অদৃশ্য ভবিষ্যতের সেই মুহূর্তগুলো মনে পড়তেই

ভয়ঙ্কর শিহরণে আজ আমার.................!


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy