STORYMIRROR

DEBA MONDAL

Romance Fantasy

4  

DEBA MONDAL

Romance Fantasy

তুমি আছো আমি আছি তাই : পুনশ্চ

তুমি আছো আমি আছি তাই : পুনশ্চ

3 mins
298

  তুমি আছো আমি আছি তাই ( পুনশ্চ রূপ )

         কলমে - দেবা মন্ডল


অতীতের যন্ত্রণা গুলো সইতে পারছি না,

নতুনের শুরুতেই আবার নতুন যন্ত্রণা ! 

শরীরে রক্ত মাংস আছে , আছে একটা মনও, 

বলতে পারো আর কত কষ্ট সইবো এ জনমে ?

তিলে তিলে মরমে মরছি প্রতিদিন ,তুমি কি জানো ?

তোমার অনুভূতি গুলো আগলে বাঁচার চেষ্টা করছি!

তুমি আছো আমি আছি তাই ! 


এই নিষ্ঠুর পৃথিবীতে আর থাকতে চায়না মন ,

স্নেহ-ভালবাসা আর জোর করে পেতে চাইনা ! 

আর যে পারছি না আমি! কি করবো তুমি বলো ?

বাঁচার মত ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছি ধীরে ধীরে,

দু'চোখের মণিতে শুধু তোমার ছবি ;

তাই চোখ দুটো বন্ধ করতেও পারছিনা আমি!

কানে বাজে তোমার সেই কথা গুলো --

"আমি আছি তোমার পাশে - তোমাতে মিশে !"


আমারও যে একটা ব্যক্তিসত্তা আছে ,

আছে কিছু স্বাধীনতা - কিছু চাহিদা - কিছু ইছা ; 

স্বার্থের পৃথিবীতে আমি যে বড়ই একা!

তবে এই আঁধার জীবনে তুমি যে দীপশিখা ; 

গহীন আঁধারের বুকে চিরজ্যোতি তুমি !

তোমার হাসি মুখ জীবনকে আলোকিত করেছে!

তবে আমি বুঝিনি যে ওটা ছিল তোমার ছলনা !


জীবনের প্রতিটা পাতায় জমাট বেঁধে আছে রক্ত ,

শরীরের অন্তিম শ্বাস টুকু আমার সম্বল ! 

নাম-যশ-খ্যাতি এগুলো অতি নগণ্য আমার কাছে,

এক চিলতে ভালোবাসা কুড়িয়ে কেটে গেল জীবন !

খণ্ডিত হৃদয়ে তোমার মুখ ,নিশ্বাস টা তোমার অবদান!

আমার মৃতপ্রায় জীবনে তুমি শক্তি স্বরুপা !

সত্যি কি তাই - উত্তর দাও আমাকে ? নাকি ....


ভবিষ্যতের অন্তিম পর্ব টা একবার দেখতে চাই ,

ক্ষত শরীর-মন নিয়ে দাঁড়িয়ে আছি ঝড়ের মুখে !

মৃত্যু ভয় ? আমি যে চির মুক্তিই চাই ! ভয়ঙ্কর মৃত্যু! 

কিন্তু তুমি যে আমায় পিছু ডাকছো! তুমি কি জানো?

এই ভাবে কেউ আমাকে ভালবাসার বন্ধনে বাঁধেনি! 

আজ আমি যে বেঁচে আছি সেটা শুধু তোমার জন্যে!

তবে জানি না জীবনের অন্তিম পর্ব টা কি হবে !


এ জীবন কে ধিক্কার জানিয়ে বিদায় নিতে চায় মন,

জীবন বড়ই ক্লান্ত , আর চলতে পারছিনা কাঁটা পথে!

দুঃখের প্রাচীরটা আমাকে ঘিরে ধরছে বার বার ; 

তোমাকে ছেড়ে মরতেও পারছিনা ,

তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠছে ! 

চোখের মণি দুটো ছিঁড়ে বার করে নাও , 

দুচোখ ফেটে রক্ত ঝরুক - তাতে তোমার কি ?

তুমি তো এটাই চেয়েছিলে অভিনয়ের ছলে!


নিজের স্বার্থে বার বার হৃদয়ে কেন আঘাত করছ ?

ছলনার মায়াজালে আমাকে আর কাঁদিয় না ,

একদিন আসবে যেদিন তুমি অথৈ সাগরের ভাসবে ;

সেদিন তোমার সারথী ঘুমিয়ে থাকবে মৃত্যুর দেশে !

তোমার চারিদিকের পৃথিবীটা দেখবে তুমি একা !

এই যন্ত্রণা তোমাকে সারাজীবন কাঁদাবে !

আমার অনুভূতি গুলো তোমাকে তাড়া করে বেড়াবে ! তুমি মুক্তি চাইলেও পাবেনা ! 


আমি জানি কিছুটা ছিল তোমার অভিনয় , কিন্তু -

তুমি খুশি থাকো তাই নিজে কে বুঝিয়েছিলাম ! 

হয়ত তুমি ভুলে গেছো আমি মনের পাঠক ,

তাই তোমার মনের কথা জেনেও নীরব ছিলাম !

কারণ আমি যে সত্যিই এক পাগল প্রেমিক ,

ভালোবাসতে জানি, নিজেকে কাঁদিয়ে তোমাকে শুধু খুশি রাখতে চেয়েছিলাম ! ঈশ্বর জানেন !


তুমি কি জানো ? একবার যদি তুমি মুখ ফুটে বলতে ,

আমি তো হাসি মুখে হৃদয়টা ছিঁড়ে বার করে দিতাম তোমার হাতে ! হাসি মুখে মৃত্যুকে বরণ করতাম ,

ঢোলে পড়তাম তোমার কোলে ! 

তোমার মিষ্টি মুখের ছবিটা আমার নয়নে বসিয়ে 

চির বিদায় নিতাম পৃথিবী থেকে ! 

যেদিন তুমি ফিরে আসবে - সেদিন হয়ত আমার 

অন্তিম শ্বাস টুকু বেঁচে থাকবে তোমার স্মৃতি নিয়ে !


জানি তুমি একদিন ফিরে আসবে আমার বুকে ,

তুমি যে আমাকে কথা দিয়েছিলে স্বর্ণালী সন্ধ্যায়!

তবে জানিনা সেদিন আমি রবো কি না রবো,

তবে আমার সৃষ্টি তোমার জন্য রয়ে যাবে ,

আমি রয়ে যাবো তোমার অনুভুতির রন্ধ্রে রন্ধ্রে -

জানিনা সেদিন তুমি কতটা সুখী থাকবে মননে !

তবে সারাজীবন আমি তোমাকে খুশি দেখতে চাই!

সারাজীবন নিত্য দিন বুকে আগলে - স্নেহের চুম্বনে 

একই ভাবে তোমাক ঘুম পাড়িয়ে দেব , 

যতদিন এ শরীরে অন্তিম শ্বাস টুকু থাকবে ! 

কথা দিলাম , তুমি জানো আমি কথা রাখব ! 


মনে রেখো আমি আসবো 

আমি কথা দিয়েছি ,

পৃথিবী ধংস হলেও 

আমি কথা রাখব !

আর এটাই হবে শেষ আসা

আমি তাই আসব,

তুমি এলে কিনা এলে 

আমি যে ঠিক আসবই !!



ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar bengali poem from Romance