STORYMIRROR

DEBA MONDAL

Romance Tragedy

3  

DEBA MONDAL

Romance Tragedy

একাকীত্ব

একাকীত্ব

1 min
107


তৃণমূল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, 

হয়ত আজ প্রতিষ্ঠিত।

চারিদিকে সবাই আছে ,কিন্তু কেউ নেই ;

ছন্দহীন জীবন বড়ই গদ্যময় ।


মন যে আজ একাকিত্বের স্বীকার।

সময়ের রেখা বড় অদ্ভুত,বড়ই গোলমেলে !

বর্নহীন ধূসর - বেরঙিন জীবন ,

রামধনু হারিয়ে গেছে অজানা কোন প্রান্তে !


দু চোখের কোণে আজও বৃষ্টি নামে,

হৃদয় টা আজও শূন্যতার স্বীকার !

মনের কোণে জমাট বেঁধেছে কালো মেঘ!

পৃথিবী টা আজ ছলনা-স্বার্থপরতার স্বীকার।


লম্বা সফর - আজও একাই পথিক আমি ,

ধু ধূ মরীচিকা জীবন কে গ্রাস করছে!

শরীর - মন বড়ই ক্লান্ত ,

চির বিশ্রাম চাই - চাই একটু মুক্তি !


অগচরে শুনতে পাই মৃত্যুর আহ্ববান !

তবে আজ আর ভয় পাইনা, আমি প্রস্তুত ৷

 মৃত্যু পূর্বে একটাই দুঃখ, আজও একা রয়ে গেলাম!

বিদায় বন্ধু - ভালো থেকো তুমি ! 



સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Romance