STORYMIRROR

DEBA MONDAL

Romance

4  

DEBA MONDAL

Romance

অভিশপ্ত চাহিদা

অভিশপ্ত চাহিদা

1 min
239

        অভিশপ্ত চাহিদা 

          দেবা মণ্ডল


কামনার আগুনে শরীরে অভিশপ্ত চাহিদা!

চরম সুখ ভোগের বাসনায় মন চায়—

উষ্ণ স্পর্শের অনুভূতি ।

উত্তপ্ত অমৃতের প্রভাব

চিন্তা শক্তি খোকলা করছে উইপোকার মতো !

সভ্যতার মুখোশের আড়ালে

লুকিয়ে আছে বর্বরতার হিংস্র ভয়ঙ্কর মুখ!

দু’চোখে প্রকাশ্যমান অন্তর্নিহিত কামানল!

হিংস্ৰ লকলকে দু'টি চোখ

বিবেক-মনুষ্যত্বকে বিসর্জন জানিয়ে

আহ্বান করছে নরকের হাতছানি।

কামসিক লালসায় বিলিন হয়ে,

সুমধুর সম্পর্ক ছিন্ন করে—

কামনার গরল সাগরে লিপ্ত হচ্ছে মানসিকতা।

কামানলে নিত্য ভস্মীভূত অসহায় অগণিত নারী!

এটাই সভ্য সমাজের পরিচয় !!!


Rate this content
Log in

Similar bengali poem from Romance