STORYMIRROR

RUDRASOM SHEE

Abstract Classics

4  

RUDRASOM SHEE

Abstract Classics

মনের কারাগার

মনের কারাগার

1 min
454

মনে পড়ে স্বপ্নে দেখেছিলাম

এক বিরাট আবদ্ধ কারাগার,

হাজারো দুঃখ জমেছে মনে

যেন অব্যক্ত দুঃখের ভান্ডার।

সেই কারাগারে বসে আমি

একটি কথাই ভাবি,

কবে আমি হাতে পাবো সেই

মুক্ত হওয়ার চাবি।

কারাগারের মধ্যে থাকা সেই

বিরাট একটি জানালা,

কবে যে মুক্ত হয়ে খুলবে

তার বদ্ধ দুটি পাল্লা!

কারাগারে বসে আমি খালি

দিনের হিসাব করতে থাকি,

মনে হয় যেন গোটা পৃথিবী

দিয়েছে যে আমাকে ফাঁকি!

মনের বদ্ধ দরজাতেও যেন

ঝোলানো আছে তালা!

সেই তালা কেই ঘিরে রয়েছে

লোহার শেকলের মালা;

মনের মধ্যে তৈরি কারাগারে যেন

নিজেই হয়ে আছি বন্দী!

শত ভাবনাতেও মাথায় আসেনা

মুক্তি পাওয়ার কোনো ফন্দি।

মনের গোপন কুঠুরিতে লুকিয়ে কি

শুধুই কতকগুলি মনগড়া কাহিনী?

নাকি সেথায় আছে কিছু গোপন সত্যি

যা কখনো প্রকাশ্য হতে শেখেনি!

থাকুক না বদ্ধ সেই গোপন কুঠুরি,

নাই বা উন্মুক্ত হলো তার দ্বার!

আসলে মনের কিছু গোপনীয়তা

নিতে পারেনা প্রকাশ্য হওয়ার ভার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract