STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Others

3  

Debashis Bhattacharya

Abstract Others

সামঞ্জস্যহীনতা

সামঞ্জস্যহীনতা

1 min
148


বিজ্ঞাপনের দায় ক্রেতার নয়।

অথচ সমাজের দ্বায়িত্বে থাকে জীবন, 

ঘুমের পৃথিবী জুড়ে অষ্টরম্ভা পায়চারি ক্লান্তির।

কে কোথায় ছুটে চলেছো? দাঁড়াও কিছুক্ষণ ।


কিছু আবেগ ছিলো, ভালোবাসা আর আকাশ,

শিকলে জড়িয়ে ভবিষ্যৎ প্রতিনিধি, আর অবকাশ,

কিছুই নেই যেখা‌নে সবকিছু রেখে চলে গ্যাছে স্মৃতি।

ইদানিং লোভের টানেলে পাথরেরও পাই গতি।


শূন্য হাতে দেওয়ালে পিঠ ঠ্যাকা সমস্যা যতটুকু আছে, 

কখন জানিনা কিভাবে ক্ষয়ক্ষতি জুড়ে গ্যাছে।

কোথাও জ্বলছে আলো - কোথাও সেরেছে ছায়া।

মনের উন্মাদ খনিজ ধরে সস্তার লক্ষ্যে পৌঁছে যাওয়া ।


প্রবল বিস্ফোরণ হোক, ঝরে যাক বিস্তারিত ভুলের দলিল।

এ বোঝা অসহায়, ভিতরে প্রতিদিনই দিয়ে চলেছে খিল। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract