STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Others

3  

Debashis Bhattacharya

Fantasy Others

সূচিপত্র দেখে নিও ....

সূচিপত্র দেখে নিও ....

1 min
204


মৃত আগ্নেয়গিরি, অসুস্থ সভ্যতা ঋণের দায়ে ফকির,

ভাবনারা সাইরেন বাজিয়ে চলে যায় দূরে, 

ট্রাক - ট্যাম্পো ভরে অনাবাদি জমিসূলভ অহংকার, 

আমার ভিতরে শব্দ হয় রোজ - 

চিৎকারের কী দরকার!


আজকে এমন আছি, এখানে আছি জেনেও,

বিরক্ত হয়নি মোটেও - পৃথিবীর বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি নিরালায় - 

দুচোখ আগুনপাখি - মাথার ভীতরে ইচ্ছেরা কথা বলে ,


তারপর -

কে আছো দূরে? কে আছো বিজ্ঞাপনের খোঁচায়

পরিচিতিময় সুলভ জলাশয় - ভবিষ্যতে পাখির করুন ডানা ; 

আকাশের কাছে রক্ত নিয়ে গেছি -

সাগরের কাছে খাতা, 

বিপ্লব দিয়েছি গাছের কাছে -

বিপন্ন আমার কবিতা ।


শুধু একবার বলো - ভালো আছি!

শুধু একবার স্রোতের দেরাজ খোলো, 

অগণিত পায়চারি জন্ম নেবেই খোদ,

আমার পাগলামি জুড়ে শ্রমিকের বোধ ।

সূচিপত্র দেখে নিও ....


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy