STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Others

3  

Debashis Bhattacharya

Abstract Others

হোঁচটের পরে .....

হোঁচটের পরে .....

1 min
183


ভাবছি এবং ভাবনা গুলো সবই - টেনে নিয়ে যায় কবিতার শীতলতায়,

রাতের অধিকার ছিলো, যে ভাষা বারবার মুছে ফেলেছি লিখেও , যে সময় গিয়েছে চলে কর্তব্যের আঁধারে, 

আমার ভালোবাসা ইশারায় জেগে আছে,

আমার সৌজন্যবোধ অতিবাহিত অন্য দিশায়।


তোমরা যতো ভুল করে চলেছো, আমিও করেছি ভুল ,

চারদিকে কেবলই প্রবল দিন - ইচ্ছামৃত্যুর মতো ছায়া,

তারপরও , এভাবেই তিনশত পঁয়ষট্টি পাঁচিল পেড়িয়ে মানুষের কথা বলা ।


ইনবক্সে ভরেছে কানামাছি, হোয়াটসএপেও ব্লক হয়ে থাকে, নীল লাল সবুজ ছবি সহ শুভেচ্ছা বার্তার ভিতরে আমি এড়িয়ে গিয়েছি সমাজের শোক। হয়তো নেই তবু থেকে গ্যাছে, অনিয়মের পাশে, উপল‌দ্ধির অবকাশে ।


পৃথিবীটা য্যানো ভ্রাম্যমান টিলা, আমরা সকলেই কিছু না কিছু নিয়ে ছুটে চলেছি হিসেবের শেষে, যতো কায়দা যতো কানুন তার কোন বিজ্ঞাপন হয়না জানি।


ভালো বাসতে বাসতে ক্ষয়ে গ্যাছে মন - ভেঙেছে ইচ্ছের ঘর বাড়ি । চারদিকে শুধুই দূষণ আর ভাইরাস । অবহেলার সময় হয় - মাঝ রাস্তায় অর্ধমৃত লাশের মতো পড়ে থাকা। শ্মশানের গন্ধ পাই - কবরের অন্ধকার।


আমাকে কী নাম ধরে ডাকে সকলে? আমারও নাম আছে কোনো? প্রতিদিন পরিচয় হারিয়ে নিজের অজানা নাম জানতে ইচ্ছে হয়। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract