STORYMIRROR

Manas Roy

Classics

3  

Manas Roy

Classics

"ফিরতে চাই আবার"

"ফিরতে চাই আবার"

1 min
634

বন্ধ হয়ে যাক্ সোশ্যাল নেটওয়ার্ক

আবার চালু হোক্ চিঠির আদান-প্রদান,

দেখা করার ব্যাকুলতা জমতে থাকুক

সাথে কিছু হারিয়ে যাওয়া গান|


তুলে নেওয়া হোক্ মোবাইল

পাড়ার মোড়ে বসুক ল্যাণ্ডফোন,

নির্দিষ্ট সময় একজন লাইনে দাঁড়িয়ে

আর অধীর আগ্রহে বেজে ওঠার অপেক্ষায় অপরজন|


আবার ভীড় জমুক গ্রিটিংস্-এর দোকানে

সাথে কিছু রং-বেরং -এর খাম,

তাকে দিতে গিয়ে বন্ধুর সাথে টানাটানি

নিয়ে পড়তে গেলে চোকাতে হবে কড়া দাম|


মনখারাপের দিনে সাথি হোক্

কিছু বাছাই করা উপন্যাস,

তুমি যদি 'পারো' হতে চাও

আমি তবে তোমার 'দেবদাস'|


ফিরে আসুক আবার সেভাবেই

কিছু কালজয়ী ভালোবাসার চলচ্চিত্র,

কাহিনীর চরিত্রে বসাবে দুজনকে

বাড়তে থাকবে আরও নিজেদেরকে কাছে পাবার প্রবৃত্ত|


দাম কমে যাক্ সমস্ত জিনিসের

কমিয়ে দেওয়া হোক্ হাতখরচের বাহার,

গাড়ি চড়া দুরত্ব পায়ে হেঁটে গিয়ে

টাকা বাঁচিয়ে কিনবে অপরের জন্য উপহার|


এভাবেই ফিরে যেতে চাই 

সেই পুরোনো দিনের খাঁটি ভালোবাসায়,

যেখানে ব্লক্, আনব্লক ও ইগোর খেলা নেই

শুধু আছে একে অপরকে খুঁজে নেওয়ার নতুন উপায়|


আজকাল আর ভালো লাগেনা সোশ্যাল মিডিয়া

মোবাইলের প্রতিও নেই তেমন আসক্তি,

চুলোয় যাক্ হোয়াটস্ অ্যাপ্ আর ফেসবুক

সত্যিকারের পাশে বসা বন্ধুর কাছে পাক্,

                 না বলা কথাগুলি মুক্তি...


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Classics