"ফিরতে চাই আবার"
"ফিরতে চাই আবার"
বন্ধ হয়ে যাক্ সোশ্যাল নেটওয়ার্ক
আবার চালু হোক্ চিঠির আদান-প্রদান,
দেখা করার ব্যাকুলতা জমতে থাকুক
সাথে কিছু হারিয়ে যাওয়া গান|
তুলে নেওয়া হোক্ মোবাইল
পাড়ার মোড়ে বসুক ল্যাণ্ডফোন,
নির্দিষ্ট সময় একজন লাইনে দাঁড়িয়ে
আর অধীর আগ্রহে বেজে ওঠার অপেক্ষায় অপরজন|
আবার ভীড় জমুক গ্রিটিংস্-এর দোকানে
সাথে কিছু রং-বেরং -এর খাম,
তাকে দিতে গিয়ে বন্ধুর সাথে টানাটানি
নিয়ে পড়তে গেলে চোকাতে হবে কড়া দাম|
মনখারাপের দিনে সাথি হোক্
কিছু বাছাই করা উপন্যাস,
তুমি যদি 'পারো' হতে চাও
আমি তবে তোমার 'দেবদাস'|
ফিরে আসুক আবার সেভাবেই
কিছু কালজয়ী ভালোবাসার চলচ্চিত্র,
কাহিনীর চরিত্রে বসাবে
দুজনকে
বাড়তে থাকবে আরও নিজেদেরকে কাছে পাবার প্রবৃত্ত|
দাম কমে যাক্ সমস্ত জিনিসের
কমিয়ে দেওয়া হোক্ হাতখরচের বাহার,
গাড়ি চড়া দুরত্ব পায়ে হেঁটে গিয়ে
টাকা বাঁচিয়ে কিনবে অপরের জন্য উপহার|
এভাবেই ফিরে যেতে চাই
সেই পুরোনো দিনের খাঁটি ভালোবাসায়,
যেখানে ব্লক্, আনব্লক ও ইগোর খেলা নেই
শুধু আছে একে অপরকে খুঁজে নেওয়ার নতুন উপায়|
আজকাল আর ভালো লাগেনা সোশ্যাল মিডিয়া
মোবাইলের প্রতিও নেই তেমন আসক্তি,
চুলোয় যাক্ হোয়াটস্ অ্যাপ্ আর ফেসবুক
সত্যিকারের পাশে বসা বন্ধুর কাছে পাক্,
না বলা কথাগুলি মুক্তি...