STORYMIRROR

Rehan Khan

Abstract Classics Inspirational

4  

Rehan Khan

Abstract Classics Inspirational

যোদ্ধা

যোদ্ধা

1 min
350

মনে পড়ে বৃহৎ গাছটিকে দেখে-        

যেদিন চারা গাছ ছিল ছোট             

প্রায় এক- দু ফুটের;                 

যেখানে চারাগাছটি লাগানো হয়েছিল

সেখানকার মৃত্তিকা ছিল অনুর্বর,       

সেখানে দিনের বেলায়

প্রখর সূর্যের রশ্মি পরত,

আর রাত্রে ঘন কুয়াশা থাকত;         

সেখানে বহু চারা গাছ লাগিয়ে ছিলাম,     

কিন্তু সব চারাগাছ মাথা নিচু করে;      

কেবল এই চারা গাছ ছাড়া!             

সেই জানত না মাথা নিচু করতে,        

জানত যেকোনো পরিস্থিতিতে

বিজয় করতে!

চারাগাছটির ছিল দৃঢ় ইচ্ছাশক্তি:        

তারই পরিণামে সে আজ বৃহৎ!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract