শিকল
শিকল
পাখিটির প্রাণ বদ্ধ আছে
এই শিকলের মধ্যে;
পাড়ি দিতে চাই জগৎটাকে
চাইলেও দিতে পারেন:
পাখিটির জীবন বদ্ধ আছে
এই শিকলের মধ্যে;
উড়তে থাকে সারা জীবন
এই শিকলের মধ্যে:
প্রাণ আহরণ করে
এই শিকল;
মিছে দেয় উড়ান
এই শিকলরে মধ্যে:
পাখিটির প্রাণ বন্ধক
চার শিকলের মধ্যে;
পাখিটির সুখ, দুখ,মায়া, মমতা
স্বাধীনতা, স্বপ্ন সবশেষ
এই শিকলের জন্য:
পাখিটির দুই-চার দিন
সবই কেটে যায়
এই শিকলের মধ্যে:
পাখিটি উপরে ছলে ছলে খুশি-
ভিতরে পাখিটি সত্যিই দুঃখী!
পাখিটি হয়ে গেল জীবিত মূর্তি
এই শিকলের মধ্যে;
এখন পাখিটি ডানাহীন I
