STORYMIRROR

Indranil Majumder

Inspirational Others

3  

Indranil Majumder

Inspirational Others

আমরা বাঙালি

আমরা বাঙালি

1 min
224


আমরা বাঙালি,

তবুও আমরা বাংলা ভাষাকে ভুলে থাকি।


আমরা বাঙালি,

তবুও আমরা বাংলার সংস্কৃতিকে ভুলে আছি।


আমরা বাঙালি,

তবুও আমরা বাংলার সমস্ত মনীষীদের না রেখেছি মান। 


আমরা বাঙালি,

তবুও আমরা সব কিছু চর্চা করি না বাংলায়।


তবুও আমরা বাঙালি,

কেননা বাংলা ভাষা, কৃষ্টি, মাটি ও সংস্কৃতি–

সব কিছুকেই আমরা অন্তর থেকে ভালোবাসি। 


তবুও আমরা বাঙালি,

কেননা আমরাই চাইলে বাংলা ভাষাকে স্মরণ ও চর্চা করে,

আরও এগিয়ে নিয়ে যেতে পারি। 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational