ঈশ্বরও
ঈশ্বরও
অহংকার বা দুরভিসন্ধি যাই হোক সম্পর্ক ছেদে এটুকুই যথেষ্ট।
স্বভিমান তো এরকম হবার কথা নয়
অভিমান হলেও ভাঙ্গানো যায় যদি রাস্তা থাকে।
এ তো অন্য গল্প
বিশ্বাসের পরেই তো সময়ের সাথে সাথে
অবিশ্বাসের কামড়।
প্রত্যেকটা মুহূর্ত সন্ধিগ্ধ হয়ে ওঠে
প্রিয় কিছু হারাবার ভয় থাকাটা স্বাভাবিক
কিন্তু ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে
ফিরে পাওয়া সম্ভব কি?
সহজ মানুষ গুলোই কষ্টের বোঝা ওঠায়
ঈশ্বরও আজকাল শয়তানের সাথে সাথে কারসাজি রচে।
পাথর তুমি আরো শক্ত হও আরোও ওজন বাড়ুক তোমার
একবার চাপা দিয়েই যেন ঘাতক হতে পারো
বোকা গুলোকে বেচে ফিরতে দিওনা।
