হয়তো একদিন...
হয়তো একদিন...
যে চিঠিগুলো আজও পোস্ট করা হয়নি
হয়তো একদিন কারোর গীটারে গান হয়ে বাজবে,
যে কবিতা গুলোর ছন্দ আজও মেলেনি
হয়তো একদিন তুলির আঁচড়ে কারুর ক্যানভাস রাঙাবে,
যে ফেরিওয়ালার সুরটা আজও ভুলিনি
হয়তো একদিন অন্য কেউ সেটা গুন গুন করে উঠবে,
যে পথের গন্তব্য আজও খুঁজে পাইনি
হয়তো একদিন সেই পথেই দু'জন হাত ধরে হাটবে,
যে বৃষ্টির বিকেলগুলোই আজও ভেজা হয়নি
হয়তো একদিন জানলা ভেঙ্গে কালবৈশাখী সেজে আসবে,
যে নিশ্চুপ রাতগুলোতে ঘুম আমার আসেনি
হয়তো একদিন তার কারণটা কোন বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা থাকবে,
একদিন না একদিন
আমার বলা, এসব কথা
অবান্তর থেকে অবাস্তব হয়ে উঠবে
আর বাকি থেকে যাওয়া স্বপ্নগুলো
হয়তো নিকোটিনের ধোঁয়ায় উধাও হয়ে যাবে...