ভাগ্য
ভাগ্য
মহামতি আর্য্যভট্ট শুন্য (০) আবিষ্কার করার আগে একদিন তাঁর স্ত্রীকে বললেন - দেবী ! তুমি কি আমাকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবার অনুমতি দেবে ?
- তোমার সংখ্যাতত্ত্বের নিয়মে এর সম্ভাবনা কতটুকু বলে মনে কর ?
শোনা গেছে এরপরই নাকি তিনি শুন্য বা জিরো আবিষ্কার করেন ।
এর থেকে বোঝা গেল তাঁর স্ত্রী তাঁকে আড্ডা দেবার অনুমতি দেননি। তিনি গবেষণার এই ফসলটির নাম দিলেন শুন্যেয়া যা পরে ব্রহ্মগুপ্ত শুন্য মাণের বহুল ব্যাখ্যা দিয়েছেন।
