STORYMIRROR

Debanjana Pramanik

Horror Tragedy Others

3  

Debanjana Pramanik

Horror Tragedy Others

ঝড়

ঝড়

1 min
187

ঝড় নেমেছে সর্বনেশে ,

আকাশ ফুঁড়ে বৃষ্টি শেষে;

বাজের শব্দে আতঙ্কিত বসুন্ধরা;

ঝড়ের প্রভাবে মানুষ আজ সর্বহারা।।

দমকা হাওয়ায় কম্পিত বিহঙ্গ বৃক্ষ,

উথাল পাথাল করে শঙ্কিত অন্তরীক্ষ।।

তবে ঝড় থামবে একদিন,

আরেক নতুন পৃথিবী রচিত হবে সেদিন।।


Rate this content
Log in

Similar bengali poem from Horror