আতঙ্ক
আতঙ্ক
আদিমতম অনুভূতি মনের মাঝে ভয়৷
ভয় সবচেয়ে বেশি, যার অজানা পরিচয়৷
রাত নামলে সঙ্গে নামে মিশকালো আঁধার৷
ছায়ার মায়ায় সৃষ্টি যে হয় হাজার খানা ধাঁধার৷
মূর্তিমান বিভীষিকাদের আগমনের বার্তা৷
দারুণ ভয়ে প্রহর গোণা, কেমনে কাটে রাতটা!
মণিহীন ওই দু' চোখে প্রতিহিংসা মিশে—
ঠকঠকিয়ে কাঁপছি ভয়ে, রক্ষা পাবো কীসে?
বিকট এক গন্ধে জানান দিচ্ছে উপস্হিতি—
ভয়েতে হৃদকম্প, ভেবে তেনার শোণিত প্রীতি!
গলার কাছে হৃদপিন্ড, হিম হয়েছে হাড়!
বুঝেই গেছি হাড়েহাড়ে, রক্ষা যে নেই আর!
হঠাৎ দেখি, আরে একি! পড়ছে না মোর ছায়া—
হা ঈশ্বর! বুঝতে নারি, এ কেমন মায়া?
আতঙ্কের শিকড় ছড়ায় গহীন মনের অন্দরে৷
"সাহস" নামের জাহাজ ডোবে, পৌঁছায় না বন্দরে!
নাম না জানা আতঙ্ক নিয়ে আবার নামছে রাত৷
সামনে তোমার মৃত্যুদূত, পিছনে অতল খাদ!