প্রতিবাদ
প্রতিবাদ


প্রতিবাদ ভাষা গণতন্ত্রের শিরদাঁড়াতে থাকে ৷
আলো মুছে গেলে, ভাগ্যাকাশ আঁধারেতেই ঢাকে৷
শাসনযন্ত্র শোষণের বোঝা করবে যতই ভারি৷
শেষের শুরু আসবেরে কাছে, আসবেই তাড়াতাড়ি!
রঙচঙে যত স্বপ্নের মত দারুণ প্রতিশ্রুতি!
পূর্ণিমা চাঁদ যদিও বা মেলে, মেলে না ত আজ রুটি!
প্রতিবাদী হলে পিষে ফেলবার আছে রে যন্ত্র-মানব৷
মুখোশ খুলেছে বর্বরতার, লজ্জিত আজ দানব!
রক্ত-ঘামের চক্রবৃদ্ধি পাহাড়-প্রমাণ জমে৷
আগুনে পাহাড় উঠছেরে জেগে, প্রতিবাদের নামে৷