মহাজাগতিক চিত্রকল্প
মহাজাগতিক চিত্রকল্প
লাল কালোতে ফুটে ওঠে অন্ধকারের চিত্রকল্প৷
আঁকতে গিয়ে শতাব্দীর জমা ধুলোয় দাগ কেটে যায়—
দাগ কাটে কে, তাও জানো না?
পাগল হাওয়ার শৈল্পিক খামখেয়ালিপনা!
অন্ধকারের জল্পনায় আল্পনার নকশা খোঁজে;
খোঁজে এক বা একাধিক জন—একাত্মে সমাহিত!
সমাহিত অনন্তের সমাধির মত;
জীবনের পাকদণ্ডীতে অন্তহীন আবর্তন৷
পৃথিবীকে ঘিরে চাঁদ যেমন, জীবনকে ঘিরে তারা৷
মৃত্যুকে যে কাছ থেকে দেখেছে, জিতেছে মৃত্যুভয়—
তারাও কি কোন দিন আবারো পড়বে মারা?
উত্তর আছে, মহাজাগতিক জীবনের কাছে—
জাগতিক রাগ আর ক্ষোভ যত জমা হয়ে আছে—
স্নিগ্ধতা পাবে তারা মিলিয়ে যাবে নিঃসীম শূন্যতা মাঝে৷