দরিয়া পুরন্দরের উপাখ্যান
দরিয়া পুরন্দরের উপাখ্যান


এক যে ছিল দুঃসাহসী, দরিয়ার সে পুরন্দর ৷
বিচক্ষণ নাবিক সে যে, বুদ্ধিতে সে ধুরন্ধর !
সাগরপথে ভ্রমণ করে নাবিক ভায়েরা যত—
বীরগাথা তার, তাদের মুখেই শুনবে অবিরত !
অভিযানে দামাল ঝড়ে, জাহাজ ডুবেছে বারে বারে ৷
কীর্তিস্হাপন রয়েছে বাকী—তাকে কি কেউ মারতে পারে?
ভয়ানক সব জলদস্যুরা তার নামেতেই কাঁপে,
রণকৌশলে অদ্বিতীয়, ধারালো চোখেতে মাপে !
তরোবারিতে বিদ্যুৎ তার, বিপদের মেঘ চিরে,
অভিযান শেষে পুরন্দরের চমকায় কত হীরে !
দরিয়ার কত দত্যিদানো সংঘাতে মানে হার ৷
মানুষটা যেন যাদু জানে, কারো নেই নিস্তার ৷
অজানা দেশে পাড়ি জমায় প্রতিটা অভিযানে ৷
কারোকেই সে করে না রেয়াত, 'মহাদেব'-কেই মানে ৷
সে'বারে সে সাগরে ভাসলো অজানার অভিযানে ৷
আজও সে ফেরেনি, একদিন তবু ফিরবে—সবাই মানে ৷