দৃঢ়মূল সমস্যারা
দৃঢ়মূল সমস্যারা


ধুলোর ঝড়ে সূর্য ঢাকে৷
আঁধার নামে অসময়৷
মৃত্যুর ছায়া জীবন মাঝে,
ঘিরে ধরে দারুণ ভয়৷
দীর্ঘ ছায়া দীর্ঘতর,
পচনশীলে ছত্রাক৷
সমস্যারা ম্যালিগন্যান্ট!
মনুষ্যত্ব পুড়ে খাক৷
সমস্যারা শিকড় ছড়ায়,
রক্তবীজের মত৷
কুঠারাঘাতেও অবিনশ্বর
বিষবৃক্ষ যত৷