শুরু থেকে শেষ
শুরু থেকে শেষ

1 min

254
শুরু তো হয় কত কিছুই,
শেষ হতে তারা পারে না৷
প্রতিদিন তারা কতবার হারে৷
জীবনের কাছে হারে না!
কাঁটাভরা পথে কোন মতে চলে৷
প্রতিকূলতাকে পদতলে দলে৷
ক্ষতবিক্ষত রণক্লান্ত—
থামার উপায় নেই৷
শূন্যস্হান রবে না ত খালি—
চিরায়ত নিয়মেই৷
শুরু করা সোজা,
সম্পূর্ণতা প্রদান করা ত নয়৷
বারে বারে হেরে, অন্তিমে জেতা
বিজয়ীর পরিচয়!