অতীতচারী
অতীতচারী


কী লাভ কী বা ক্ষতি—
বোঝে না অবুঝ মন৷
মোহের বাঁধনে বাঁধা পড়ে
মায়ার জগতে ঘুরে মরে৷
অতীতচারী হয়ে ওঠে
ইতিহাসের রথে চেপে৷
বর্তমান 'অতীত' হয়ে
ভবিষ্যতে ছুটে চলে৷
মায়াময় বিচরণে
বেড়ে ওঠে রিক্ততা৷
বর্তমানে বাঁচতে পেরে
জীবন হোক পূর্ণ৷
চাওয়া পাওয়ার হিসেবখাতা
বিলীন মহাশূন্য৷
অতীতচারী তবুও যে মন৷
দেহান্তরেই বিসর্জন৷