নিষ্ফলতার মৃত্যুমিছিল
নিষ্ফলতার মৃত্যুমিছিল
বিচারক চির অন্ধ ছিলো—এ কথা সবাই জানে৷
নিরপেক্ষতা মাপকাঠি তার, তাই তো তাকেই মানে৷
ষড়যন্ত্রের আইনী প্যাঁচে হচ্ছে সে দিকভ্রান্ত;
বিনা দোষেও মিলবে সাজা—এ কথা কি কেউ জানতো?
বিচারের বাণী সাজা দিতে নারে, ঘোরে ফেরে অপরাধীরা;
অন্ধ কানুন টলছে নেশায়— অর্থ-ক্ষমতা মদিরা!
দেশের আত্মা ক্ষতবিক্ষত, কত না রক্ত ঝরছে!
বিচারের বাণী নিষ্ফল, আর, প্রতিবাদীরাই মরছে !