ছায়া হল দীর্ঘতর
ছায়া হল দীর্ঘতর


একটা 'সময়' রুদ্র রূপে দাঁড়ায় পথের বাঁকে ৷
একটা 'সময়' দীর্ঘ ছায়া সভ্যতাকে ঢাকে ৷
নতুন করে ভাবতে শেখায়— বজ্রকণ্ঠে ডাকে ৷
সাজিয়ে রাখা সুগন্ধী ঠেলে পূতিগন্ধ নাকে ৷
সভ্যতার ধুলো-ধোঁয়া ম্লান হল সবুজেতে ৷
প্রকৃতি নিজেকে খুঁজে পেতে নিজের ছন্দে মাতে ৷
দেহের চেয়ে ছায়া হল দারুণ রকম বড় ৷
শতাব্দীর অবিচার জমে সভ্যতা জড়সড় ৷
ওজোন স্তরও সুযোগ বুঝে মেরামতি নিল করে ৷
লাশের উপর জমল রে লাশ, মানুষই কেবল মরে ৷
সভ্যতার দীর্ঘছায়া দেহের চেয়েও বড় ৷
সঠিক হিসাব মিটিয়ে দিতে প্রকৃতি খুবই দড় ৷