শ্যামাঙ্গিণীর আখ্যান ( পর্ব ৯ )
শ্যামাঙ্গিণীর আখ্যান ( পর্ব ৯ )
এই বলে ডাঃ পাটেল Operation Consent Form এগিয়ে দেন মিঃ জোতানিয়ার দিকে ।
মিঃ জোতানিয়া হাতে কলমটা নিয়ে বসে থাকেন কিছুক্ষণ তারপর ডাঃ পাটেলকে প্রশ্ন করেন , " Dr. How much is the risk of surgery in this condition ? Will my daughter live ? "
ডাঃ পাটেল : ( একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে হাত কচলাতে কচলাতে ) " দ্যেখিয়ে , ইস কোমা কন্ডিশনমে অপারেশন করনেসে জান কা খতরা বহত জাদা হ্যায় । ইসলিয়ে ম্যায়নে অপারেশন কে দৌওড়ান ভাবিকাকি উপর হোনেবালি কিসিভি তরহাকি আকস্মিক স্থিতিসে লিপটনেকে লিয়ে এক মেডিক্যাল টিমকা গঠন কিয়া হ্যায় । আপ জাদা টেনশন মত্ লিজিয়ে, সির্ফ ভগবান পর ভরোসা রাখিয়ে । "
ডাঃ পাটেলের কথা শুনে মিঃ ঢোলকিয়া আর জিগনেশ মিঃ জোতানিয়াকে আশ্বস্ত করতে থাকে । অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে মিঃ জোতানিয়া Operation Consent Form -এ সই করে দেন তারপর হাত জোড় করে ডাঃ পাটেলকে বলেন , " Please doctor save my daughter . Please save her . "
ডাঃ পাটেল : " Me and my team will try our best to save your daughter . "
ডাঃ পাটেলের কথা শুনে মিঃ জোতানিয়া কাঁদতে কাঁদতে এক ছুটে বেরিয়ে যান ডক্টর পাটেলের কেবিন থেকে ।
মিঃ জোতানিয়া নার্সিংহোম থেকে বেরোবার সময় মিঃ ঢোলকিয়া এবং জিগনেশকে বলেন ," Leave me alone , please don't follow me . "
এই বলে ধীরে ধীরে নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে আসেন মিঃ জোতানিয়া , পাশের একটা দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনে একটু জল গলাধঃকরণ করেন আর চোখ - মুখ ধুয়ে নেন তারপর প্যান্টের পকেট থেকে রুমাল বের করে ভালো করে চোখ - মুখ মুছতে মুছতে মনে মনে ভাবেন, " আচ্ছা , একবার শ্যামাসে ভাবিকাকি বারেমে বাত করনা ব্যাহেতর হোগা । উসকি মাঁ এক প্রসিদ্ধ গায়নোকলজিস্ট থীঁ, আগর উনসে কোই সাজেশন মিল যায়ে তো আচ্ছাহি হোগা । "
এই ভেবে সিগারেট ধরিয়ে একটা টান দিয়ে ফোন করেন শ্যামাকে । কিছুক্ষণ রিং হতে হতে কেটে যায় ফোনটা , এভাবে প্রায় চার বারের মাথায় ফোনটা রিসিভ করে শ্যামা ।
শ্যামা : ( হাঁফাতে হাঁফাতে ) " হ্যালো, বোলিয়ে । "
মিঃ জোতানিয়া : " তুম হাঁফ কিউ রহি হো ? ক্যায়া হুয়া ? "
শ্যামা : " আরে কুছভি নেহি হুয়া হ্যায় । ম্যায় নাহা রহি থি , ইতনিবার ফোন কি ঘন্টি বাজ রাহা থা ইসলিয়ে দৌড়কে আনেসে হাঁফনে ল্যাগা । আপ বাতাইয়ে, আপকা বেটি ক্যায়সি হ্যায় ? হোস আয়া হ্যায় ? পাতা চলা ইয়েসব কিস কিসনে কিয়া ? "
মিঃ জোতানিয়া : ( একটা দীর্ঘশ্বাস ফেলে ) " নেহি অভি কুছভি পাতা নেহি চলা , আজ ম্যায় আপনে এক দোস্ত, ইয়াহাকা পূর্ব ডিজিপি মিঃ আশিস ভাটিয়াসে বাত
করুঙ্গা । ম্যায়নে ফোন করকে সবকুছ কহেতেহি ওহ্ বহত গুস্সা হো গ্যায়া হ্যায় ।
আজ কিসিভি ওয়াক্ত আ সকতা হ্যায় নার্সিংহোমমে । ম্যায় উন বলাৎকারীওকো ছোড়ুঙ্গা নেহি, সবকো জানসে মার দুঙ্গা । "
শ্যামা : ( মিঃ জোতানিয়ার কথা শুনে চিন্তিত কন্ঠে ) " আরে নেহি নেহি , ইয়ে ক্যায়া কহে রহে হ্যায় আপ ? উন বলাৎকারীওকো সঁজা কানুন দেগা, আপকো আগর কুছ হো গ্যায়া তো আপকা বেটিকা ক্যায়া হোগা ? "
মিঃ জোতানিয়া : ( কিছুক্ষণ চুপ করে থেকে ) " শ্যামা, তুমসে এক অনুরোধ থা ।"
শ্যামা : " এ্যায়সে কিউ কহে রহে হ্যায় আপ , বাতাইয়ে ক্যায়া কহেনা চাহতে হ্যায় । "
মিঃ জোতানিয়া : ( একটু ইতস্তত করে )
" শ্যামা, জঁহা তক্ মুঝে পাতা হ্যায়, তুমহারি মাঁ এক মহ্শুর গায়নোকলজিস্ট থীঁ ? "
শ্যামা : ( একটু অবাক হয়ে ) " হাঁ , কলকাত্তা অউর মুম্বাইমে মেরি মাঁ বহত মহ্শুর থীঁ । লেকিন আপ অচানক মেরি মাঁকে বারেমে কিউ পুঁছ রহে হ্যায় ? "
মিঃ জোতানিয়া : ( আবারও ইতস্তত করে )
" দর্হাসল , ম্যায় সোচ রাহা থা কি বহত আচ্ছা হোতা আগর তুমহারি মাঁ একবার গুজরাট আয়ে অউর ভাবিকাকি যাঁচ করে ।
ম্যায় সাচমে বহত টেনশনমে হুঁ । কুছভি সমঝমে নেহি আ রাহা হ্যায় কে ম্যায় ক্যায়া করু । তুম চিন্তা মত্ করো , উনকি গুজরাট আনে - যানেকি অউর রহেনেকি জিম্মেদারী মেরা হ্যায় । "
শ্যামা : ( আমতা আমতা করে ) " আরে নেহি নেহি , ওহ্ বাত নেহি হ্যায় । দর্হাসল, মাঁকে পাস মেরা বেটা হ্যায় তো ওহ্ ক্যায়সে.…... "
শ্যামার মুখের কথা শেষ না হতেই মিঃ জোতানিয়া বলে ওঠেন , " তুম চলি তাও মুম্বাই বেটেকে পাস অউর তুমহারি মাঁ ইয়হা গুজরাট আ যায়েগী । ম্যায় এক কাম করতা হুঁ , তুমহারি লিয়ে কাল মুম্বাই যানেকা টিকিট বুকিং কর্ দেতা হুঁ অউর পরসোঁ তুমহারি মাঁকে লিয়ে গুজরাট আনেকা টিকিট বুকিং কর্ দেতা হুঁ । "
শ্যামা : ( ব্যতিব্যস্ত হয়ে ) " আরে ! রুকিয়ে রুকিয়ে , ম্যায় পহেলে মাঁসে খুলকর সবকুছ কহেনা চাহতি হুঁ । পতা নেহি মাঁ গুজরাট যানেকে লিয়ে রাজি হোঙ্গী ইয়া নেহি । মুঝে নেহি পতা কে ম্যায় মাঁসে exactly
ক্যায়া কহুঁ । "
মিঃ জোতানিয়া : ( অস্থির হয়ে ) " I request you, please convince your mother . Shayma, please save my daughter . Get your mom on a conference call , I'm talking to her . "
শ্যামা : ( ইতস্তত করে আমতা আমতা করে ) " But ............ Well , Ok . "
শ্যামা মিঃ জোতানিয়ার কলটা হোল্ড করে রেখে মাকে ফোন করে । বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর শ্যামার মা ফোনটা রিসিভ করেন ।
শ্যামার মা : " হ্যালো , মামনি বল্ । "
শ্যামা : ( আমতা আমতা করে ) " মা , তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আছে , তোমার কি এখন একটু সময় হবে ? মানে ....... মানে । "
শ্যামার মা : ( একটু হেসে ) " আরে ! কি মানে মানে করছিস ? এভাবে অর্ধেক কথা মুখে আর অর্ধেক কথা পেটে না রেখে তাড়াতাড়ি বল্ কি হয়েছে ? Any problem ? "
শ্যামা : " হ্যাঁ মা , সত্যিই অনেক বড়ো সমস্যা । তবে আমার না , আমার বসের । আসলে ওনার মেয়ে দুই - তিন দিন আগে প্রায় জনা দশেক শয়তান নরপিশাচের দ্বারা raped হয়েছে , এখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক । আমার বস তোমার সাথে একটু কথা বলতে চান , মা প্লিজ তুমি ওনার সাথে একটু কথা বলো । প্লিজ মা , প্লিজ । "
শ্যামার মা : " Ok , তুই কথা বলা ওনার সাথে । "
শ্যামা মিঃ জোতানিয়াকে মায়ের সাথে কনফারেন্স কলে যোগাযোগ করিয়ে দেয় ।
