STORYMIRROR

Sharmistha Mukherjee

Drama Tragedy Inspirational

3  

Sharmistha Mukherjee

Drama Tragedy Inspirational

শ্যামাঙ্গিণীর আখ্যান 💔 পর্ব ১২

শ্যামাঙ্গিণীর আখ্যান 💔 পর্ব ১২

7 mins
12


ঐ নার্সিংহোমের দুইজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ আচার্য্য এবং ডাঃ দেশাই ভাবিকার সমস্ত লক্ষণগুলো ভালো করে পর্যবেক্ষণ করে জানান ভাবিকা কোমা অবস্থার থেকে পুনরায় জীবন ফিরে পেয়েছে ঠিকই কিন্তু সে আর পাঁচটা স্বাভাবিক মানুষের থেকে এখন একেবারেই আলাদা হয়ে গেছে । ভাবিকা বর্তমানে তিন রকম মারাত্মক ফোবিয়ার ( Phobia / ভীতি ) শিকার । এই তিনটি ফোবিয়া হোলো -


  ১ ) Nyectophobia ( নেক্টোফোবিয়া  

  বা অন্ধকার ভীতি )


  ২ ) Aphenphosmphobia  

 ( অ্যাফেন ফোজম ফোবিয়া বা স্পর্শ ভীতি )



   ৩ ) Androphobia ( অ্যান্ড্রোফোবিয়া

  বা পুরুষ ভীতি ) 



ঐ দুই ডাক্তার আরো বলেন , " ভাবিকা যেহেতু শারীরিক ও মানসিক দিক থেকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত তাই খুব স্বাভাবিকভাবেই তাকে আঁকড়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে এই তিনটি ভয়ানক

ফোবিয়া । কবে আর কতোদিনে সে এইসকল ফোবিয়ার হাত থেকে মুক্ত হবে বা আদৌ মুক্তি পাবে কিনা তার কোনো ঠিক নেই । তাই ভাবিকাকে অত্যন্ত সাবধানে রাখতে হবে এবং মেনে চলতে হবে বেশকিছু বিধিনিষেধ । 



মিঃ জোতানিয়া অবাক হয়ে সব শুনে আরও ভেঙে পড়েন তারপর কোনোরকমে নিজেকে সামলে নিয়ে বলেন , " What restrictions must be followed ? Will my daughter be healthy if we follow the restrictions ? "



ডাঃ আচার্য্য ( প্রথম মনোরোগ বিশেষজ্ঞ ) :

( ভ্রু কুঁচকে ) " It is very difficult to say whether Bhavika will be completely healthy . I'm explaining the restrictions to all of you . 



 ১ ) ভাবিকাকো কিসিভি তর্হাসে নারাজ ইয়া উকসায়া নেহি যা সকতা ।


  

  ২ ) কোয়িভী আদমি উসকে সামনে নেহি যায়েগা , ইঁহা তককি আপভী নেহি । 



  ৩ ) বিনা গ্লাভস পহেনে ভাবিকাকো না ছুঁইয়ে । ইসকে এলাবা, ভাবিকাকোভি হামেশা গ্লাভস পহেননা হোগা অউর হাত - প্যার - গর্দন ইয়ানি শরীরকে সভী হিস্সোকো ঢককর রাখনা হোগা ।


  

   ৪ ) ভাবিকাকো কভীভি অন্ধেরেমে নেহি রাখখা যা সকতা , রাতমে ভী নেহি ।



   ৫ ) ভাবিকাকে সাথ হামেশা এক এ্যায়সি মহিলা রাখনী চাহিয়ে যো মাঁ কি তরহা উসকা দেখভাল করেগী ‌। কোই এ্যায়সা জিসকি প্যায়ার অউর দেখভালসে আহিস্তা আহিস্তা ভাবিকাকো উসপর পুরা ভরোসা হো যায়ে যো উসে সামান্য জীবনমে লৌটনে অউর ঠিক হোনে কে লিয়ে সহায়তা 

করেগী ।



   ৬ ) মুখ্য অউর সবসে মহত্বপূর্ণ রেস্ট্রিকশন ইয়ে হ্যায় কি ভাবিকাকে সাথ ক্যায়া হুয়া থা ইসকা জিকর উসকে সামনে করনে কি ভুল না করে । ইঁহা তক কি উসকো কিসিভি তর্হাসে উপেক্ষা নেহি কি যানি চাহিয়ে । 


 Mr. Jotania , did you understand everything ? "



মিঃ জোতানিয়া আস্তে করে মাথা উপর - নীচে নাড়িয়ে ' হ্যাঁ ' সূচক সম্মতি জানান ।


ডাঃ পাটেল , ডাঃ আচার্য্য এবং ডাঃ দেশাইয়ের চিকিৎসার ফলে পাঁচ মাসের মাথায় কোমা অবস্থার থেকে ফিরে আস্তে আস্তে অনেকখানি সুস্থ হয়ে ওঠে ভাবিকা । তবে তিনটি ফোবিয়া নিয়েই তিন ডাক্তারের দুশ্চিন্তার শেষ ছিল না । যাইহোক ঐ তিনটি ফোবিয়া বাদে ভাবিকা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠায় তিন ডাক্তার তাকে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দেবেন ভেবে মিঃ জোতানিয়াকে ডেকে পাঠান ভাবিকার ব্যাপারে কিছু কথা আলোচনা করার জন্য । মিঃ জোতানিয়া একা না গিয়ে জিগনেশকে সাথে করে নিয়ে যান ডাঃ পাটেলের কেবিনে, সেখানে তখন উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ আচার্য্য এবং ডাঃ দেশাই দুজনেই ।



মিঃ জোতানিয়া : ( উদগ্রীব হয়ে ) " মেরি বেটিকো ফিরসে কুছ হুয়া হ্যায় ক্যায়া ? ওহ্ ঠিকতো হ্যায় না ? "



ডাঃ পাটেল : ( মাথা দুলিয়ে না করে ) " নেহি নেহি, ফিরসে ভাবিকাকো কুছভি নেহি হুয়া হ্যায় । লেকিন ডাঃ আচার্য্য অউর ডাঃ দেশাই আপসে ভাবিকাকে বারেমে কুছ বাত করনা চাহতে হ্যায় ইসলিয়ে আজ আপকো বুলায়া গ্যায়া হ্যায় । " 



মিঃ জোতানিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন , " Oh ! Thank God . I can't bear this situation anymore . But I don't know what I should do to make my daughter better . Please guide me a bit . "



ডাঃ আচার্য্য : " হুমমম, ইসলিয়ে তো আজ আপকো বুলায়া গ্যায়া হ্যায় । ভাবিকাকো লেকর এক অ্যাহেম ফ্যায়সলা লেনা হ্যায় যো উসকে লিয়ে বহত জরুরী হ্যায় । এক এ্যায়সা ফ্যায়সলা জিসে লেনা আসান তো নেহি হ্যায় লেকিন ফিরভি সির্ফ ভাবিকাকি ভলাইকে লিয়ে এ্যায়সা ফ্যায়সলা আপকো লেনাহি হোগা । "



মিঃ জোতানিয়া এবং জিগনেশ দুজনেই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকায় তারপর দুজনেই বিষ্ময়মাখা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ডাঃ আচার্য্যর মুখের দিকে । ডাঃ আচার্য্য মিঃ জোতানিয়া ও জিগনেশের চোখের দৃষ্টি বুঝতে পেরেই স্বান্তনার ভঙ্গিতে নিজের হাত দিয়ে আলতো করে চাপ দেন মিঃ জোতানিয়ার হাতে তারপর আবার বলতে শুরু করেন । 



ডাঃ আচার্য্য : ( মিঃ জোতানিয়ার হাত ধরে ) " Please be steady Mr. Jotania . অব ম্যায় যো কহেনা চাহতা হুঁ উসে গৌওরসে শুনিয়ে অউর সোচ সমঝকে ফ্যায়সলা লিজিয়ে । হাম তিনোনে ভাবিকাকো ছুট্টি দেনেকা ফ্যায়সলা কিয়া হ্যায় কিউকি উসে অব ডক্টর কি নেহি এক দেখভাল করনেওয়ালি মা ইয়া দোস্ত কি জরুরত হ্যায় । দর্হাসল, ভাবিকাকে সাথ যো ঘৃণোনা হাদসা হুয়া হ্যায় অউর ইসকে বজাসে উসে যো কুছভি সহেনা পর রাহা হ্যায় যো উসকে লিয়ে ঠিক নেহি হ্যায় । ভাবিকাকো ইস মাহোলসে বাহার নিকলনা হোগা ইসলিয়ে উসে কিসি দুসরে স্থান পর কিসি আলগ মাহোলমে লে যানা হোগা । আসলমে মেরা মতলব ইয়ে হ্যায় কে ভাবিকাকো গুজরাটসে বাহার লেকে জাইয়ে অউর এ্যায়সি জাগহা পর লে জাইয়ে যাহা উসকো কোই পহেচান না স্যাকে । কোইভি উসে কিসিভি তর্হাসে পরেশান না করে । আগর ভাবিকা ইয়হা রহেগী তো কভিভি ঠিক নেহি হো পায়েগি কিউকি কোই না কোই কভি না কভি ইস হাদসেকে বারেমে বাত ছেড়হি দেগা তব ভাবিকা ফিরসে বিমার পড় সকতা হ্যায় । অব ফ্যায়সলা আপকে হাতোমে হ্যায় , লেকিন আপ যোভি ফ্যায়সলা লে সোচ সমঝকে লে কিউকি ইয়ে আপকে বেটিকে লিয়ে বহত মহত্ত্বপূর্ণ হ্যায় ।"



হঠাৎ করে মিঃ জোতানিয়া আর জিগনেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো । ভাবিকা একা একটা মেয়ে তার উপর অসুস্থ , এই অবস্থায় কোথায় পাঠানো হবে , কার কাছেই বা পাঠানো হবে এই ভেবে দুজনেই অস্থির হয়ে পড়লো । 



ডাঃ পাটেল : ( মিঃ জোতানিয়ার মনের অবস্থা বুঝতে পেরে ) " মিঃ জোতানিয়া , আপ ইতনা টেনশনমে না রহে অউর দোদিন তক্ ইতমিনানসে সোচিয়ে ফির হামে বাতাইয়ে কে আখির আপ আপনি বেটিকো কাঁহা ভেজনা চাহতে হ্যায় । তব হাম ওহ্য়া কে ডক্টরসে সম্পর্ক করকে ভাবিকাকি ইলাজ জারি রাখ্ সকতে হ্যায় । "



মিঃ জোতানিয়া : ( হাত কচলাতে কচলাতে ) " হুমমম, মুঝে সোচনে দিজিয়ে কে ভাবিকাকো কাঁহা ভেজনা সবসে আচ্ছা হোগা । ম্যায় দোদিনকে অন্দর আপকো মেরা ফ্যায়সলা জরুর বাতাউঙ্গা । "



ডাঃ দেশাই : " Yes Yes, take your time. আপ অভি ভাবিকাকো দ্যেখ সকতে হ্যায় কিউকি ওহ্ শো রহি হ্যায় লেকিন প্লিজ উসসে বাত করনেকি অউর ছুঁনেকি কৌশিস না করে । Any anxiety in this state of Bhavika can cause serious stress . So please be careful . " 



মিঃ জোতানিয়া : ( উঠে দাঁড়িয়ে হাত জোড় করে ) " নেহি নেহি , হাম উসে কিসিভি তরহা পরেশান নেহি করেঙ্গে সির্ফ দূরসে দেখেঙ্গে ।

তো অব হাম চলতে হ্যায় । "


এই বলে ডাঃ পাটেলের কেবিন থেকে বেরিয়ে আসেন মিঃ জোতানিয়া এবং জিগনেশ । 


ICU তে ঢোকার আগে মিঃ জোতানিয়া ও জিগনেশকে নার্স ডিসপোজাল অ্যাপ্রন , মাস্ক এবং গ্লাভস এগিয়ে দেয় । সেগুলো পরিধান করে ধীর পায়ে ICU - র ভিতরে প্রবেশ করে ভাবিকার বেডের কাছে গিয়ে দাঁড়ায় দুজনে । মেয়েকে দেখে নিঃশব্দে চোখের কোল বেয়ে জল গড়িয়ে নামে মিঃ জোতানিয়ার , সাথে সাথেই ওনারা বেরিয়ে যান ICU থেকে তারপর হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েন অসহায় বাবা । ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় মিঃ ঢোলকিয়া ও জুহি । মিঃ জোতানিয়াকে ঐভাবে কাঁদতে দেখে মিঃ ঢোলকিয়া ওনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান । ICU র দরজার বাইরে থেকে ভাবিকার বেডের দিকে অপলক নেত্রে তাকিয়ে চারটে সিক্ত চোখ ।


 জিগনেশ আর জুহি বাইরে থেকেই দেখতে থাকে ভাবিকাকে , হঠাৎ করেই জিগনেশ বলে ওঠে , " ভাবিকা বহত ঘমন্ডী থা অউর আজ দ্যেখো .......... " এই বলে চুপ করে যায় । কয়েক সেকেন্ড চুপ করে থেকেই আবার বলতে শুরু করে জিগনেশ ।


জিগনেশ : " আচ্ছা, জুহি তুম অউর ভাবিকাতো বচপনকি সহেলী হো লেকিন তুমতো উসকি য্যায়সি নেহি হো ! পাপ্পাকে লাড - প্যায়ারনে পুরা বিগড়কে রাখ দিয়া থা উসে । ম্যায় , দাদাজি , দাদিমা উসে ইন সভী লেট নাইট পার্টিয়োমে যানে কে লিয়ে রোখতে থে । ম্যায়নে কয়িবার সমঝায়া কি এক লড়কী হোকে ইতনা chaotic life জীনা আচ্ছা নেহি হ্যায় লেকিন কিসকা শুনতা হ্যায় ! ইস বাতকো লেকর হামারে বিচ বহত ঝগড়া হোতা থা অউর তব পাপ্পা কহেতে থে , ' অভী এনজয় করনে কা ওয়াক্ত হ্যায় উসে জী ভরকে এনজয় করনে দো । আরে লড়কী হ্যায় শাদি করকে শশুড়াল চলি যায়েগী তব ক্যায়া ইতনা independently এনজয় কর পায়েগি ? ' ম্যায় কভি সোচভী নেহি সকতা কে একদিন মেরা এক লৌতি বহেনকা হালত মৌত্সেভি বদতর হো যায়েগা । আপনি ইস হালতকে লিয়ে ওহ্ খুদ জিম্মদার হ্যায় । উসকে সাথ সাথ হামেভি বহত পরেশানি হো রাহা হ্যায় । ওহ্ মর হি যাতি তো আচ্ছা হোতা, অগর সময় রহেতে হামারি বাত শুনতি তো আজ এ্যায়সি শরমনাক স্থিতি নেহি বানতি । এ্যায়সি হালতমে ক্যায়সে জিয়েগী ওহ্ ! কুছভি সমঝমে নেহি আ রাহা হ্যায় । "


এই বলতে বলতে কাঁদতে থাকে জিগনেশ । 

জুহি জিগনেশকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে থাকে । 





********* To Be Continued 


Rate this content
Log in

Similar bengali story from Drama