শ্যামাঙ্গিণীর আখ্যান 💔 পর্ব ১৩
শ্যামাঙ্গিণীর আখ্যান 💔 পর্ব ১৩
অন্যদিকে ওরা খেয়ালও করে না যে কখন যেন ভাবিকার ঘুম ভেঙে গেছে । কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় , ভাবিকা মানসিক ও শারীরিক ভাবে মারাত্মক অসুস্থ হলেও বোধহয় ঐ সামান্য কিছু সময়ের জন্য তার শ্রবণেন্দ্রিয় একটু বেশিই সজাগ হয়ে গিয়েছিল তাই দাদার বলা সকল কথাগুলো পূর্ণ কর্নগোচর হয় তার । সাথে সাথে নিমেষের মধ্যে প্রচন্ড রকম মানসিক চাপের সৃষ্টি হয় ভাবিকার মন ও মস্তিষ্ক জুড়ে, কাঁদতে কাঁদতে শুরু হয় মারাত্মক রকম খিঁচুনি আর তীব্র শ্বাসকষ্ট । সেখানে উপস্থিত দুই নার্সের মধ্যে একজন ভাবিকাকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর অপরজন ফোন করে খবর দেয় ডাঃ পাটেলকে এবং ওনার নির্দেশ অনুযায়ী তাড়াতাড়ি ভাবিকাকে সেডেটিভ ইনজেক্ট করা হয় । ক্ষণিকের মধ্যেই ঘুমের কোলে ঢলে পড়ে হতভাগিনী ।
ডাঃ পাটেল ICU - তে ছুটে আসেন ভাবিকাকে পরীক্ষা করার জন্য । ভাবিকাকে ভালো করে পরীক্ষা করে ওনারা বুঝতে পারেন প্রচন্ড রকম মানসিক চাপ সহ্য করতে না পেরেই ভাবিকার এই অবস্থা।
ডাঃ পাটেল ভাবিকাকে স্ট্রেস মুক্ত করার এবং ভালো করে ঘুম হওয়ার জন্য একটি ইনজেকশন দিয়েই ICU - র চার্জে থাকা দুই নার্সকে জিজ্ঞাসা করেন, " আপ দোনো ক্যায়া কর রহে থে ? জব উসকে সাথ এ্যায়সা হুয়া তব আপ কাঁহা থে ? এ্যায়সা ক্যায়া হুয়া কে উসকি হালত ঝটসে ইতনা জাদা বিগড় গ্যায়ি ? আপ দোনোনে উসে এ্যায়সা ক্যায়া কাহা হ্যায় জিসে ওহ্ সহন নেহি কর সকী অউর বেহোশ হো গ্যায়ি ? Please don't be silent. Speak the truth . "
দুইজন নার্সের মধ্যে থেকে একজন জানায়, একটু আগে হঠাৎ ঘুম ভেঙে যায় ভাবিকার , সেইসময় বাইরের দরজার সামনে দাঁড়িয়ে ওনার দাদা ও বৌদি ওনাকে নিয়ে নানারকম আলোচনা করছিলেন যা সবটুকুই উনি শুনতে পান তারপরেই প্রচন্ড কাঁদতে কাঁদতে ওনার এই অবস্থা হয় ।
এইসব শুনে ডাঃ পাটেল রাগে ফুঁসতে ফুঁসতে বলেন , " What did you say ? What the hell ! "
তারপর ভাবিকার চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো করে নার্সদের বলেন , " উসপর কড়ী নজর রাখিয়ে অউর কোইভি প্রবলেম হো তো তুরন্ত মুঝে ফোন করে, ঠিক হ্যায় না ? আরে হাঁ, একবার মিঃ জোতানিয়াকো ফোন কিজিয়ে অউর উনসে কহিয়ে যিতনা জল্দী হো সকে মুঝসে আ কর মিলে । Am I clear ? "
দুটি নার্স একসাথে " Yes Sir " বলার পর ডাঃ পাটেল ICU থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে যান । অন্যদিকে নার্সের ফোন পেয়ে মিনিট দশেকের মধ্যেই মিঃ জোতানিয়া ও মিঃ ঢোলকিয়া ছুটে যান ডাঃ পাটেলের কেবিনের সামনে, সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল জিগনেশ আর জুহি । মিঃ জোতানিয়া ও মিঃ ঢোলকিয়াকে কেবিনের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলেও জিগনেশ আর জুহিকে ঢোকার অনুমতি না দেওয়ায় তারা দুজন বাইরেই অপেক্ষা করতে থাকে । জিগনেশ আর জুহিকে ঢুকতে না দেওয়ায় একটু অবাক হয়ে যায় মিঃ জোতানিয়া ও মিঃ ঢোলকিয়া ।
ওনারা কেবিনে প্রবেশ করলে ডাঃ পাটেল ইশারায় করে চেয়ারে বসতে বলে ল্যাপটপে নিজের কাজ করতে থাকেন ।
মিঃ জোতানিয়া : ( ইতস্তত করে ) " ডক্টর, আপনে মুঝে মিলনে কো কাহা হ্যায় , কুছ হুয়া হ্যায় ক্যায়া ? মেরি বাচ্চিতো ঠিক হ্যায় না ? "
ডাঃ পাটেল : ( বিরক্তির সুরে ) " নেহি ভাবিকা ঠিক নেহি হ্যায় । অভি অভি উসকি হালত ফিরসে বিগড় গ্যায়ি থি অউর ইয়েসব হুয়া হ্যায় আপকে বেটেকে বজাসে । "
মিঃ জোতানিয়া : ( অবাক হয়ে ) " ক্যায়া ? বেটেকে লিয়ে মতলব ? জিগনেশনে এ্যায়সা কিয়া ক্যায়া হ্যায় যিসসে ভাবিকাকি হালত বিগড় গ্যায়ি ? "
ডাঃ পাটেল ICU র ভিতরের সিসিটিভি ফুটেজ ল্যাপটপে চালিয়ে মিঃ জোতানিয়া ও মিঃ ঢোলকিয়াকে দেখতে বলেন । মাত্র কিছুক্ষণ আগের ICU র ভিতরকার রেকর্ডিং আর তাতে ফুটে উঠেছে ভাবিকার প্রচন্ড মানসিক চাপের ফলে পুনরায় অসুস্থ হয়ে পড়ার দৃশ্য ।
সিসিটিভি ফুটেজ দেখার পর মিঃ জোতানিয়া অবাক হয়ে একটু তাকিয়ে থাকেন ডাঃ পাটেলের মুখের দিকে ।
ডাঃ পাটেল : ( আবারও বিরক্তির সুরে )
" ক্যায়া হুয়া মিঃ জোতানিয়া ? আপ অভি তক নেহি সমঝে কে আপকে বেটেকে বজাসে কিউ ভাবিকাকি হালত বিগড় গ্যায়ি , হ্যায় না ? ইয়ে লিজিয়ে হেডফোন লাগাকে শুনিয়ে তো আপকো সবকুছ সমঝমে আ যায়েগা । "
এই বলে ডাঃ পাটেল ল্যাপটপে হেডফোন লাগিয়ে দিয়ে ইশারায় মিঃ জোতানিয়াকে শুনতে বলেন । মিঃ জোতানিয়া কানে হেডফোন লাগিয়ে শুনতে শুরু করেন এবং ধীরে ধীরে ওনার ভ্রু কুঁচকে কপালে ভাঁজ পড়তে শুরু করে । তারপর কান থেকে হেডফোন খুলে রেখে তিনি মিঃ ঢোলকিয়াকে বলেন , " হাঁ, ইয়ে বিলকুল সাচ হ্যায় কে জিগনেশকে বজাসেহি ভাবিকাকি হালত আজ ফিরসে বিগড় গ্যায়ি । আগর তুম খালি কানসে শুনতে হো তো কুছভি শুনাই নেহি দেগা লেকিন তুম হেডফোন লাগাকর শুনোগে তো তুমহে জিগনেশ কি বাতে শুনাই দেগা যো সিসিটিভি ফুটেজ কে আন্দর বহত লো ভলিউমমে রেকর্ড হুয়া হ্যায় । "
মিঃ জোতানিয়ার কথা শুনে মিঃ ঢোলকিয়া অবাক হয়ে যান ।
ডাঃ পাটেল : ( একটু শান্ত হয়ে ) " দেখিয়ে, ভাবিকাকি শারীরিক অউর মানসিক হালত অভিভী নাজুক হ্যায় । আজ শুভহা আপ লোগোকো বাতায়া গ্যায়া হ্যায় কে কিসিভি তরহা কা তনাও ভাবিকাকে লিয়ে গম্ভীর নুকসান পৌঁছা সকতা হ্যায়, ফিরভি আপকে বেটেনে ICU কে বাহার খঁড়া হোকর ভাবিকাকে বারেমে ইয়েসব বাতে কর রাহা থা যো ভাবিকাকো সবকুছ শুনাই দিয়া হ্যায় । অউর উসকে বাদ হি ভারী তনাও সহন করনেমে অসমর্থ ভাবিকা ফিরসে গম্ভীররূপসে বিমার হো গ্যায়া হ্যায় । বাহারকে লোগোকো ক্যায়া দোষ দে যাহা আপনেহি ঠিক নেহি হ্যায় । ইসি বজাসে হাম তিনো ডক্টরনে ভাবিকাকো গুজরাটসে , আপনে অউর পরায়ে সভী লোগোসে দূর লে যানে কে লিয়ে বোলা গ্যায়া থা । আপকো যিতনা জল্দী হো সকে ফ্যায়সলা লেনা হোগা নেহিতো ভাবিকাকি হালত অউর বিগড় সকতি হ্যায় । "
মিঃ ঢোলকিয়া : ( অবাক হয়ে ) " লেকিন উসকি এ্যায়সি হালতমে কাঁহা ভেজে হাম অউর কৌন সাম্ভালেগা উসে । "
ডাঃ পাটেল : " This is not my concern . দেখিয়ে, ইয়েতো আপ লোগোকোহি সোচনা হোগা । যিতনা জল্দী হো সকে ভাবিকাকো কিসি আনজান শহরমে, কিসি আনজান লোগোকে পাস ভেজনা হোগা যাহা উসকি কোই পহেচানওয়ালা না হো । কোয়িভী উসে চোট পৌঁছা না সকে । "
মিঃ জোতানিয়া : ( দৃঢ় কন্ঠে ) " Ok ডক্টর, কুছহি দেরমে ম্যায় আপকো ফ্যায়সলা বাতা দুঙ্গা । অভি মুঝে এক ফোন করনা হ্যায়, ক্যায়া ম্যায় যা সকতা হুঁ ? "
ডাঃ পাটেল : " Yes Yes, you can go now but let me know your decision soon . "
মিঃ জোতানিয়া হাত জোড় করে উঠে দাঁড়িয়ে " ok ডক্টর " বলে মিঃ ঢোলকিয়াকে নিয়ে ডাঃ পাটেলের কেবিন থেকে বেরিয়ে যান । ডাঃ পাটেলের কেবিন থেকে বাইরে বেরোতেই জিগনেশকে দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন মিঃ জোতানিয়া কিন্তু মুখে কিছু না বলে পকেট থেকে ফোনটা বের করে হনহন করে হেঁটে চলে যান সেখান থেকে । জিগনেশ বাবার এই রূপ দেখে ঘাবড়ে গিয়ে হবু শ্বশুড়মশাই মিঃ ঢোলকিয়াকে বলে,
" Uncle, পাপ্পাকো ক্যায়া হুয়া হ্যায় ? অউর ডাঃ পাটেলনে ক্যায়া কাঁহা ? "
মিঃ ঢোলকিয়া : ( গম্ভীর স্বরে ) " ইয়হা নেহি , বাহার চলো । "
মিঃ ঢোলকিয়ার গলার স্বর শুনে ঘাবড়ে যায় জিগনেশ এবং জুহি দুজনেই । তারপর তিনজনেই লিফটে করে নীচে নেমে ক্যান্টিনে গিয়ে বসে । মিঃ ঢোলকিয়া চার কাপ কফি আর চারটে স্যান্ডুইচ নিয়ে টেবিলে এসে ফোন করেন মিঃ জোতানিয়াকে কিন্তু অপর প্রান্ত থেকে ভেসে আসে " This number is currently busy, please call back
later . "
ফোনটা কেটে দিয়ে মিঃ ঢোলকিয়া টেবিলে গিয়ে বসেন তারপর ঠাণ্ডা মাথায় অথচ গম্ভীর স্বরে জিগনেশকে জিজ্ঞাসা করেন ,
" তুম অউর জুহি ভাবিকাকো লেকর ক্যায়া বাতে কর রহে থে ICU কে বাহার ? "
এই কথা শুনে জিগনেশ আর জুহি অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকায় তারপর জুহি বলে , " নেহি তো পাপা, হাম দোনোনে তো কুছভি নেহি কাঁহা । "
মিঃ ঢোলকিয়া : ( রাগত স্বরে সামান্য চিৎকার করে ) " ঝুট মত্ বোলো , তুম দোনোকে বজাসে আজ ফিরসে ভাবিকা বিটিয়াকি হালত বিগড় গ্যায়ি হ্যায় । তুম দোনোনে ICU কে বাহার যোভি বাতে কিয়া হ্যায় ভাবিকাকো লেকর ওহ্ সবকুছ ভাবিকানে শুন লিয়া হ্যায় অউর ইতনা মেন্টাল শক্ কে বজাসে ফিরসে বিমার পড় গ্যায়ি হ্যায় ওহ্ । জিগনেশ তুনে যো কুছভি কাঁহা হ্যায় ওহ্ সবকুছ মালুম হ্যায় তেরে পাপ্পাকো , সিসিটিভি ফুটেজ কে আন্দর সব মওজুদ হ্যায় । "
জিগনেশ আর জুহি দুজনেই সব শুনে হতভম্ব হয়ে যায় । মিঃ ঢোলকিয়া অনেকক্ষণ ধরে বকাবকি করতে থাকেন ওদের
দুজনকে ।
অন্যদিকে নার্সিংহোমের বাইরে ফোনে ব্যস্ত মিঃ জোতানিয়া , তিনি কথা বলছিলেন
তারই এমন একজন প্রিয় চেনা মানুষের সাথে একমাত্র যার কাছে তিনি নির্দ্বিধায় মেয়েকে তুলে দিতে পারবেন এবং উনি একেবারে নিশ্চিত যে ভাবিকা সেখানে খুব আদরে - যত্নে থাকবে । প্রায় ঘন্টাখানেক কথা বলার পর সেই পরম প্রিয় বন্ধু রাজি হয়ে যায় আজীবন ভাবিকাকে নিজের কাছে রাখতে তবে অবশ্য তার দুইটি শর্ত আছে ।
মেয়ের ভালোর জন্য মিঃ জোতানিয়া মেনেও নেন বন্ধুটির দেওয়া দুটি শর্ত ।
মিঃ জোতানিয়ার সেই পরম বন্ধু আর কেউ নয় ওনার আদরের মিস এলিসা ওরফে শ্যামা । উনি জানতেন একমাত্র শ্যামার কাছেই ভাবিকা খুব ভালো এবং সুস্থ
থাকবে । এছাড়াও সেখানে রমাদি আর সোনালী আছে যারা পরকে আপন করে নিতে পারে অতি সহজেই । তবে মিঃ জোতানিয়াকে যে দুটি শর্ত মানতে হয়েছে তা যথাক্রমে -
১ ) ভবিষ্যতে আর কোনোদিনও মিঃ জোতানিয়া শ্যামার সাথে কোনোরকম শারীরিক সম্পর্ক করতে পারবেন না ।
২ ) ছেলে - মেয়ে এমনকি পরিবারের বাকি সদস্যদের কাছে শ্যামা ও মিঃ জোতানিয়ার সম্পর্কের ব্যাপারে সমস্ত সত্য জানিয়ে তারপর ভাবিকাকে আনা যাবে । যাতে ভবিষ্যতে কোনোদিন মিঃ জোতানিয়ার পরিবারের কেউ তাকে কোনোভাবেই দোষারোপ বা অপমানিত না করতে পারে ।
মেয়ের ভালো থাকা ও সুস্থ হয়ে ওঠার আশায় নির্দ্বিধায় শ্যামার দুটি শর্তে রাজি হয়ে যান মিঃ জোতানিয়া তাছাড়াও ওনার মনে হয়েছে শ্যামা কোনোরকম অন্যায্য শর্ত রাখে নি । মিঃ জোতানিয়া শ্যামার সাথে কথা বলে ঠিক করেন আগামী দিন দশেকের মধ্যে ভাবিকাকে কলকাতায় শ্যামার ফ্ল্যাটে নিয়ে আসবেন তবে তার আগে সেখানে ভাবিকার প্রয়োজনীয় সবকিছু আগে থেকেই গুছিয়ে ফেলতে হবে ।
শ্যামার দ্বিতীয় শর্ত অনুযায়ী মিঃ জোতানিয়া বাড়িতে সকলের সামনে শ্যামার ব্যাপারে সবকিছু বিস্তারিত জানানোর সিদ্ধান্ত নেন ।
তিনি খুব ধীর পায়ে ক্যান্টিনে গিয়ে মিঃ ঢোলকিয়া , জিগনেশ আর জুহিকে বলেন ,
" তুম তিনো অভি মেরে ঘরমে ওয়াপস্ যাও অউর ফির ঠিক দো ঘন্টেমে ঘরমে সভীকো মিটিংকে বারেমে বাতানা , মুঝে সবকো বহত কুছ খাস বাতে বাতানা হ্যায় । ম্যায় এক ঘন্টেমে ঘর আ রাহা হুঁ । "
********* To Be Continued
