শ্যামাঙ্গিণীর আখ্যান 💔 পর্ব ১৪
শ্যামাঙ্গিণীর আখ্যান 💔 পর্ব ১৪
মিঃ জোতানিয়ার কথা শুনে তিনজনেই খুব অবাক হয়ে একে অপরের মুখ চাওয়া - চাওয়ি করতে থাকে তারপর আর কোনো কথা না বাড়িয়ে রওনা হয় বাড়ির পথে । ওনারা তিনজন চলে গেলে মিঃ জোতানিয়া সোজা চলে যান ডাঃ পাটেলের কেবিনের সামনে , সেখানে গিয়ে তিনি জানতে পারেন ডাঃ পাটেল তার অধীনে চিকিৎসারত রোগীদের দেখতে গিয়েছেন তাই ওনাকে ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে । অগত্যা সেখানেই থাকা চেয়ারে বসে ফোন করে মিঃ ঢোলকিয়াকে বলেন , " শুন , মুঝে ঘর আনেমে শায়েদ দেড় ঘণ্টা লাগ যায়েগা ।
You will tell everyone to wait for me . "
এই কথা জানিয়ে তিনি ডাঃ পাটেলের জন্য অপেক্ষা করতে থাকেন ।
প্রায় পৌনে এক ঘণ্টা পর ফিরে আসেন ডাঃ পাটেল তখন মিঃ জোতানিয়াকে কেবিনের বাইরে অপেক্ষা করতে দেখে ওনাকে ডেকে বলেন , " আপ অভি ইয়হা ক্যায়া কর রহে হ্যায় ? "
মিঃ জোতানিয়া ডাঃ পাটেলের কথা শুনে এগিয়ে যান ওনার দিকে তারপর বলেন ,
" ডক্টর ম্যায়নে ভাবিকাকো কলকাত্তা মেরা এক খাস দোস্তকে পাস ভেজনেকা ফ্যায়সলা লিয়া হ্যায় । মুঝে পুরা ইয়েকিন হ্যায় কে ওহা পর ভাবিকা বিলকুল সুস্থ অউর সুরক্ষিত রহেগী । "
ডাঃ পাটেল : " ক্যায়া আপকো সাচমে ইয়েকিন হ্যায় কি আপকি বেটি ওহা ঠিক রহেগী ? "
মিঃ জোতানিয়া : ( দৃঢ় কন্ঠে ) " হাঁ বিলকুল , Actually the one I would send my daughter to is Dr. Pamela Bose's daughter Shamangini Bose . "
ডাঃ পাটেল : ( একটু অবাক হয়ে ) " Ohh!
Ok ,ok that's a great news . When do you want to take your daughter ?
Accordingly I will prepare the entire treatment plan for Bhavika . "
মিঃ জোতানিয়া : " I want to take my daughter within next ten days . "
ডাঃ পাটেল : " Ok , then I'll prepare a treatment plan as soon as possible ."
এই বলে ডাঃ পাটেল নিজের কেবিনে ঢুকে যান এবং মিঃ জোতানিয়া রওনা দেন নিজের বাড়ির উদ্দেশ্যে ।
মিঃ জোতানিয়া বাড়িতে পৌঁছেই সোজা চলে যান বসার ঘরে যেখানে আগে থেকেই পরিবারের সকল সদস্যরা ওনার জন্যেই অপেক্ষা করছিল । উনি যেতেই সবাই উৎসুক হয়ে চোখে একরাশ জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকে মিঃ জোতানিয়ার দিকে ।
মিঃ জোতানিয়া : ( একটু চুপ করে থেকে হাত কচলাতে কচলাতে ) " হুমমম , মুঝে সবসে কুছ মহত্ত্বপূর্ণ বাতে কহেনা হ্যায় । লেকিন ম্যায় যো কহেনে যা রহি হুঁ উসকে লিয়ে পহেলে আপ সবসে মাঁফি মাঙ্গতা হুঁ ।
ম্যায়নে বহত গলতিঁয়া কী হ্যায় অউর ম্যায় ইয়েভি জানতা হুঁ কে উসকে লিয়ে শায়েদ কোই মুঝে মাঁফ নেহি কর পায়েগা । ফিরভি মুঝে বোলনা হি হোগা । "
এই বলে চুপ করে যান মিঃ জোতানিয়া , সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে মিঃ জোতানিয়ার দিকে । মিঃ জোতানিয়ার বাবা বলেন, " পহেলে বাতা তো সহী আঁখির হুয়া ক্যায়া হ্যায় ? "
মিঃ জোতানিয়া : ( আস্তে আস্তে উপর - নীচে মাথা নাড়িয়ে ) " আপ সব জানতে হ্যায় কে ডাঃ পাটেল অউর বাকি দো সাইক্রিয়াটিস্ট নে ভাবিকাকো গুজরাটসে দূর ভেজনেকে লিয়ে কাঁহা হ্যায় । প্যাহেলে তো ম্যায়নে সোচা কে বিটিয়াকো দূর আনজান শহরমে আকেলা ছোড়নেকি কোই জরুরত নেহি হ্যায় লেকিন আজ যো হুয়া হ্যায় উসকে বাদ ম্যায় অউর কোয়িভী জোখিম উঠানেকে লিয়ে রাজি নেহি হুঁ । ভাবিকা কাঁফি হদতক ঠিক হো চুকী থি ব্যায়সে উসকি শারীরিক অউর মানসিক হালত অভিভী ঠিক নেহি হ্যায় । আজ জিগনেশ অউর জুহি ICU কে বাহার খঁড়া হোকর ভাবিকাকো লেকর খুব সারা বাতে কিয়া হ্যায় যো খুদ ভাবিকানে সব শুন লিয়া হ্যায়, তবসে মেরি বিটিয়াকি হালত ফিরসে গম্ভীররূপসে বিগড় গ্যায়ি হ্যায় । আগর ওহ্ ইয়হা রহেগী তো উসকো লেকর তরহা - তরহাকি বাতে সুননী পড়েগী, উসকি বারেমে মশালেদার চর্চায়ে হোগি যিসকে বজাসে আচ্ছি তর্হাসে জি নেহি পায়েগি মেরা বাচ্চি ।
ইসলিয়ে ম্যায়নে অগলে দশ দিনোকে আন্দর ভাবিকাকো কলকাত্তা ভেজনেকা ফ্যায়সলা কিয়া হ্যায় । উসকে যানে কে বাদ কোয়িভী কিসিভি তর্হাসে উসসে সম্পর্ক নেহি কর সকতা হ্যায় , আগর মুঝে পতা চলেগা তো আচ্ছা নেহি হোগা । "
মিঃ জোতানিয়ার বাবা আবার বলেন ,
" ওহ্তো ঠিক হ্যায় লেকিন কলকাত্তামে তো কোই পহেচানওয়ালা নেহি হ্যায় যো গুড়িয়াকো সম্ভাল সকে, উসকি দেখভাল কৌন করেগা ? "
মিঃ জোতানিয়া : ( একটু চুপ করে থেকে )
" ইসিলিয়ে ম্যায়নে সবকো বুলায়া হ্যায় । কলকাত্তামে শ্যামাঙ্গিনী নাম কি এক লড়কী হ্যায়, ম্যায়নে উসে পত্নীকা দর্জা তো নেহি দিয়া লেকিন ম্যায় উসসে বহত প্যায়ার করতা হুঁ । যবসে জিগনেশকে মাঁ কি মৌত্ হুয়ি হ্যায় তবসে ম্যায়নে বহত সারি লড়কীয়োকে সাথ সময় বিতায়া হ্যায় লেকিন কভী কিসিকো প্যায়ার নেহি কর পায়া । যবসে ম্যায় শ্যামাসে মিলা হুঁ পতা নেহি মুঝে ক্যায়া হুয়া হ্যায় । শ্যামা বিলকুল আলগ হ্যায়, উসসে প্যায়ার না করনা বহত মুশকিল হ্যায় । যোভি শ্যামাকে সাথ ঘুলমিল যায়েগা উসেভি শ্যামাসে লগাও হো যায়েগা, ইতনি আচ্ছি হ্যায় ওহ্ । উসকি জীবন মেরে বজাসে বরবাদ হো গ্যায়া হ্যায় । দো সাল পহেলে উসকি পতিনে তরক্কি অউর যাদা প্যায়সে কামানে কে চক্করমে শ্যামাকি সরবৎমে নিন্দকা দাওয়াই মিলাকর পিলায়া ফির উসকে শো যানে কে বাদ সৌঁপ দিয়া মেরে হাতোমে । উসি দিন বরবাদ হো গ্যায়া এক পত্নী - এক মাঁ । উসি দিনসে আজতক ম্যায় খুদ শ্যামাকি দেখভাল করতা আয়া হুঁ ।
শাদি তো নেহি কি লেকিন মনসে উসে আপনা পত্নী মানতা হুঁ । অউর এক বাত , ভাবিকাকি অপারেশন কে দৌওড়ান মুম্বাইসে যো লেডি ডক্টর পামেলা বোস আয়ে থে যিসকে বজাসে ভাবিকা অভিভী জিন্দা হ্যায়, শ্যামা উনহিকি এক লৌতি বেটি হ্যায় । Ok , মুঝে যো বাতানা থা বাতা দিয়া । কলকাত্তামে শ্যামাকে পাস ম্যায় ভাবিকাকো ভেজনেওয়ালা হুঁ , অউর কিসিকেভি উপর মেরা ভরোসা নেহি হ্যায় । কিসিকো কুছ কহেনা হ্যায় ? "
মিঃ জোতানিয়ার মা একটু আপত্তি করলেও একমাত্র নাতনির কথা ভেবে মেনে নেন ছেলের প্রস্তাব ।
দেখতে দেখতে কেটে যায় দিন চারেক , তার মধ্যেই ভাবিকাকে কলকাতায় নিয়ে যাওয়ার সবরকম ব্যবস্থা হয়ে গিয়েছে । ঠিক নয় দিনের দিন ঘুমন্ত ভাবিকাকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হয় শ্যামার ফ্ল্যাটে । যেহেতু ভাবিকার পুরুষভীতি অর্থাৎ অ্যান্ড্রোফোবিয়া আছে তাই তাকে সেডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে আনা হয় তাছাড়াও তার সর্বাঙ্গ ঢাকা ছিল যাতে অ্যাপেনফোজমফোবিয়া
( স্পর্শভীতি ) - র জন্য কোনোরকম ক্ষতি না হয় ।
কলিংবেল বাজতেই দরজা খুলে দেয় রমাদি,
পাশে দাঁড়িয়ে শ্যামা আর সোনালী । রমাদি হুইলচেয়ার ধরে ভাবিকাকে নিয়ে চলে যায় গেষ্টরুমে যেই রুমে ভাবিকার থাকার সবরকম ব্যবস্থা করা হয়েছে । গেষ্টরুমের বিছানায় ঘুমন্ত ভাবিকাকে আস্তে করে তুলে শুইয়ে দেন মিঃ জোতানিয়া তারপর দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে বসার ঘরে সোফায় এসে বসেন । সোনালী ততক্ষনে কফি আর কিছু স্ন্যাকস ট্রেতে সাজিয়ে নিয়ে এসেছে মিঃ জোতানিয়ার জন্য । কফির কাপে চুমুক দিয়ে মিঃ জোতানিয়া শ্যামাকে বলেন , " শ্যামা আজকে বাদসে কলকাত্তা আকর ম্যায় তুমহারে সাথ তুমহারে ফ্ল্যাটমে নেহি রহে সকতা ইসলিয়ে ইসি অ্যাপার্টমেন্ট কি নাইন্থ ফ্লোরপে এক ফ্ল্যাট ম্যায়নে খরিদ লিয়া হ্যায় । অবসে কলকাত্তা আকর ম্যায় ওহী রহুঙ্গা , মুঝে লগতা হ্যায় কে ইসি তর্হাসে ম্যায় তুমহারে অউর ভাবিকাকে করীব রহে সকতা হুঁ । "
শ্যামা : ( উপর - নীচে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ) " ঠিক হ্যায় , আপ যো ঠিক
সমঝে । আজসে ভাবিকাকি দেখভাল কি জিম্মেদারী মেরি হ্যায়, মেরি সাথ রমাদি অউর সোনোলী ভী হ্যায় তো আপ বিলকুল টেনশন মত্ লিজিয়ে । আপ যাইয়ে থোড়া আরাম কিজিয়ে , ইয়াহা ম্যায় অউর রমাদি সবকুছ সাম্ভাল লুঙ্গি । "
শ্যামার কথা শুনে মিঃ জোতানিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর শ্যামা , রমাদি আর সোনালীর সাথে ভাবিকাকে নিয়ে অনেক আলোচনা করলেন মিঃ জোতানিয়া । কিভাবে ওষুধ দিতে হবে , কি কি বিধিনিষেধ , কি কি সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়তে পারে সেইসব বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দিয়ে মিঃ জোতানিয়া চলে যান নয়তলায় তার সদ্য কেনা ফ্ল্যাটে যদিও ফ্ল্যাটটিতে উনি নিজেই থাকবেন কিন্তু আসলে সেটি তিনি কিনেছেন শ্যামার নামে যা শ্যামা নিজেও জানে না । নিজের ফ্ল্যাটে ঢুকে মিঃ জোতানিয়া নিজের উকিলকে ফোন করে বলেন , " মলহোত্রা, মুঝে কুছ দস্তাবেজ তৈয়ার করওয়ানা হ্যায় । ম্যায় মেরা কুছ প্রপার্টি কিসিকে নাম করনা চাহতা হুঁ । ম্যায় দোদিনকে অন্দর গুজরাট পৌঁছ কর তুঝসে মিলতা হুঁ লেকিন মেরা জিগরি দোস্ত হোনেকে নাতে তুঝে সবকুছ গুপ্ত রাখনা হোগা । ঠিক হ্যায়, চল অব ম্যায় ফোন রাখতা হুঁ । Good Night . "
এই বলে ফোন রেখে দেন মিঃ জোতানিয়া ।
অন্যদিকে প্রায় পাঁচ ঘণ্টা পর ঘুম থেকে জেগে ওঠে ভাবিকা , চারিদিকে চোখ বুলিয়ে চিনে নেওয়ার চেষ্টা করে কিন্তু সবটাই তার কাছে ভীষণ অচেনা । পাশেই চেয়ারে বসে থাকা শ্যামাকে দেখে ভীষণ অবাক হয়ে খুব ধীর - ক্লান্ত জড়ানো গলায় জিজ্ঞাসা করে,
" আপ কৌন হ্যায় ? ম্যায় কাঁহা হুঁ ? "
শ্যামা : ( একটু হেসে ভাবিকার মাথায় স্নেহের পরশ দিয়ে ) " আমি ? আমি তোমার এক আন্টি । ওহ্ sorry sorry , ম্যায় তুমহারি এক আন্টি হুঁ । আজসে তুম মেরে সাথ ইয়হা রহোগী , কোয়িভী তুমহে পরেশান নেহি করেগা । "
ভাবিকা : ( আরো অবাক হয়ে খুব ধীর কন্ঠে ) " ইয়ে কৌনসি জাগহা হ্যায় ? মুঝে কৌন লায়া হ্যায় ইয়াহা ? "
শ্যামা : ( ভাবিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ) " ইয়ে কলকাত্তা হ্যায় অউর ইয়হা তুমহে তুমহারি পাপ্পা লায়ে হ্যায় । আজসে তুম মেরে পাস রহোগী । "
ভাবিকা : ( বাবা শুনে কেমন যেন কেঁপে উঠে কুঁকড়ে গিয়ে ) " কৌন পাপ্পা ? নেহি নেহি , মেরি কোই পাপা - ভাইয়া নেহি হ্যায় , কোয়িভী নেহি হ্যায় মেরি , নেহি হ্যায় , নেহি হ্যায়, কোয়িভী নেহি হ্যায় । "
এই বলতে বলতে ভয়ে কাঁপতে শুরু করলে শ্যামা বলে , " ঠিক হ্যায়, ঠিক হ্যায়, তুমহারে সাথ অবসে ম্যায় রহুঙ্গি , বিলকুল ডরনা নেহি । ইয়াদ রখনা অবসে তুমহারি সাথ তুমহারি শ্যামা আন্টি হ্যায়, ঠিক হ্যায় ? "
সেইসময় আস্তে করে দরজা খুলে স্যুপের বাটি নিয়ে ঘরে ঢুকে আসে রমাদি আর তার পিছন পিছন সোনালীও । আরো দুটো নতুন মুখ দেখে ভয়ে জড়োসড়ো হয়ে ভাবিকা চেপে ধরে শ্যামার হাত আর অবাক চোখে তাকিয়ে থাকে ওদের দুজনের দিকে । তারপর ধীর কাঁপা কাঁপা গলায় বলে , " ইয়ে দোনো কৌন হ্যায় ? "
রমাদি : ( ভাঙাচোরা হিন্দিতে ) " ম্যায় রমাদি গো আর ইয়ে আমার বেটি সোনালী । এখন থেকে তুম মুঝকো রমাদি বোলকে ডাক না , ঠিক হ্যায় ? তোমার যা অসুবিধা হোগা মুঝকো আর শ্যামা দিদিমণিকো বোলেগা । তুম ডরনা মত্ আমরা তিনজন হ্যায় না তুমকে সাথ । "
রমাদির হিন্দি শুনে শ্যামা আর সোনালী হেসেই খুন , সোনালী তো বারবার মাকে থামানোর চেষ্টা করেও মায়ের মুখে রাষ্ট্রীয় ভাষাটাকে মার্ডার করার হাত থেকে বাঁচাতে পারলো না । ওদের দুজনকে হাসতে দেখে মুখটা কাঁচুমাচু হয়ে যায় রমাদির আর সেটা বুঝতে পারে ভাবিকা । তখন সে খুব কষ্ট করে হেসে বলে , " আমিও থোড়া থোড়া বাংলা বলতে পারি তবে বাংলা কথা ভালো সমঝতে পারি তাই আপলোগ বাংলা বলতে পারেন । "
এই কথা শুনে রমাদি আস্তে করে ভাবিকাকে উঠিয়ে পিছনে বালিশ উঁচু করে হেলান দিয়ে বসায় তারপর গলায় তোয়ালে জড়িয়ে দিতে দিতে বলে , " ওমা তাই নাকি, তাহলে তো ভালোই হোলো । আমি তো একদম হিন্দি বলতে পারি না তবে শ্যামা দিদিমণি আর আমার মেয়ে সোনালী ভালো হিন্দি বলতে পারে । "
তারপর মুখের সামনে স্যুপ ভরা চামচ ধরে বলে , " এই নাও দিদিমনি, এবার আস্তে আস্তে খেয়ে নাও দেখি । তা তোমার নামটা কি ? কি বলে ডাকবো তোমাকে ? "
********** To Be Continued
