Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!
Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!

Aparna Chaudhuri

Comedy Others

4  

Aparna Chaudhuri

Comedy Others

রবি স্মৃতি

রবি স্মৃতি

1 min
336


সব বাঙালী পরিবারের মত আমিও বাড়ীতে রবীন্দ্রসঙ্গীত আর রবিন্দ্রনাথের কবিতা শুনে/পড়ে বড় হয়েছআজ ছোটবেলার একটা মজার কথা মনে পড়ে গেলো। তখন আমার পাঁচ-ছ বছর বয়স। একদিন আমি আমসত্ত্ব খাচ্ছি, হঠাৎ বাবা বলে উঠলেন - 

আমসত্ত্ব দুধে ফেলি,          

তাহাতে কদলী দলি,

সন্দেশ মাখিয়া দিয়া তাতে—

হাপুস হুপুস শব্দ            

চারিদিক নিস্তব্ধ,

পিঁপিড়া কাঁদিয়া যায় পাতে

কবিতাটা শুনে আমার খুব ভালো লাগলো সঙ্গে সঙ্গে শিখে নিলাম। কয়েকবার বলার পর আমারও সন্দেশ আর কলা দিয়ে আমসত্ত্ব খাবার শখ হল। প্রথমে বাবাকে জিজ্ঞাসা করলাম,” এটা কেমন খেতে লাগবে?”

বাবা বললেন,” ভালোই তো লাগা উচিৎ।“

“তুমি কখনও খাও নি?”

বাবা একটু ভেবে বললেন,” না একসাথে কখনও...।“

“চল তাহলে আজ খাওয়া যাক!”

আমার সমস্ত মহৎ কাজের সঙ্গী বাবাও বললেন ,” চল!”

দুজনে মিলে বাজারে গিয়ে সব কিছু কিনে আনা হল। ‘হাপুস হুপুস’ শব্দ করে খাওয়া হল। আমি ভীষণ খুশী।

মুশকিলটা হল তারপর- আমাকে আর প্লেটের সামনে থেকে নড়ানো যায় না। মনে আছে বহুক্ষণ গালে হাত দিয়ে বসে ছিলাম কখন পিঁপড়ে এসে থালার সামনে কাঁদবে তা দেখার জন্য। শেষে ওখানেই ঘুমিয়ে পড়ি।   



Rate this content
Log in

More bengali story from Aparna Chaudhuri

Similar bengali story from Comedy