নেশার জাত, জাতের নেশা (দ্বিতীয় পর্ব)
নেশার জাত, জাতের নেশা (দ্বিতীয় পর্ব)
নমস্কার কর্তারা | দণ্ডবৎ হই | তা সক্কলে বেশ ভালো টাল আছেন তো ? অনেক দিন পর. . .
অবিশ্যি ভালো না থাকলেও আমার তেমন কিছু করার নেই ; তবে কিনা সভ্য সমাজে থাকতে হলে, 'কেমন আছেন' জিজ্ঞেস করা টাই দস্তুর. . . তাই আর কি. . . . !!
যাই হোক, শীত পড়েছে; বেশ কষে চাপা চুপি দিয়ে থাকবেন| কোনো ফাঁক দিয়ে গলে আবার করোনা ভাইরাস না ঢুকে পড়ে| জ্ঞানী গুণীরা বলেন - ভাইরাস টি নাকি এলকোহলের বশ | এলকোহল জাত জীবাণু নাশক নাকি এটিকে নিয়ন্ত্রণ করে থাকে | অনেকটা মানুষের মতোই আর কি; অন্য কোনো কিছু দিয়ে বাগ মানানো যায়না, কিন্তু মদের বশ|
বুদ্ধি জীবিরা আবার আমার কথাটা গায়ে মাখবেননা যেন! আমি মুখ্যু সুখ্যু মানুষ - কি বলতে কি বলে ফেলি ! আমি তো জানি আপনার কেউ মদ খান না; আপনার সবাই ড্রিংক করেন!! আর এই দুই এর মধ্যে বিস্তর ফারাক |
তো সেইযে গেলবার আমি আপনাদের নিবেদন করেছিলাম আজ্ঞে - যে কোন নেশাটা ঠিক পদের, তা বিচার করার একটা সহজ উপায় হলো - নেশাটিকে আঙ্গুল দিয়ে মাপা ! এই যেমন ধরুন , তামাক দিয়ে দাঁত মাজতে এক আঙ্গুল, নাকে এক টিপ্ নস্যি নিতে - দেড় আঙ্গুল, বিড়ি সিগারেট ফুঁকতে - দুই আঙ্গুল ইত্যাদি | ঠিক এইভাবে - আঙুলের সংখ্যা যত বাড়বে, নেশাটি ততই জাতে উঠবে| তা কর্তাদের এবার মনে পড়েছে নিশ্চই |
ঠিক ধরেছি | হুঁ হুঁ বাবা| যাবে কোথায়!! মনে পড়তেই হবে!!! গেল বার এক্কেবারে জলবৎ তরলং করে বুঝিয়ে দিয়ে ছিলুম যে| মনে পড়বেনা মানে !! তা জল আর তরলের কথাই যখন উঠলো, তখন আর সময় নষ্ট না করে বাকিটা বলেই ফেলি| আপনারা সব বিচক্ষণ বোদ্ধা মানুষ জন; বুঝতেই পারছেন কিসের কথা বলছি |
কথাটা হচ্ছে - মদ হলো নিখাদ পাঁচ আঙুলের নেশা| গ্লাস বা বোতল থেকে তরল টিকে সোজা গলায় ঢেলে দিতে ওই পাঁচ আঙুলেরই দরকার | সত্যি কি মিথ্যে জানিনা - আপনাদের মতো কোনো গুণী মানুষের থেকেই শোনা - প্রতিদিন সারা পৃথিবী জুড়ে পানের সময় মদের সাথে যে পরিমানে জল মেশানো হয়, তাই দিয়ে নাকি সাহারা মরুভূমিতে বছরে তিন বার ধান চাষ করা যাবে, তবে কি ধান - আউশ, আমন, না নাকি বোরো, সে কথাটা উনি বলেননি|
তা এই সব অলুক্ষুনে কথায় আমরা কান দেবোনা| মদ্য পান বিরোধী বেরসিক, যে আক্কেল বোকারাই এসব রটিয়ে বেড়ায় | তবে কি না -- ধান থেকে হলো গিয়ে চাল, সেই চাল থেকে আপনার ভাত; আর সেই ভাত গেঁজিয়েই আবার মদ !! দেখেছেন তো কর্তারা !! আপনাদের মতন জ্ঞানী, গুণী দের নিকটে এসে আমার বুদ্ধিটা কিরকম খুলে গেছে | সবই তাঁর ইচ্ছে !! মা. . মা গো. . . রসে বশে রেখো মা |
তো এই যে চাল, ভাত, মদের পুরো কেস টা চক্রাকারে ঘুরছে, ইটিই মদের নেশার আসল বৈশিষ্ট্য| মদ্য পানের পর মাথাটা খানিক ঘোরে; তবে কোন দিকে ঘুরবে, কি গতিতে ঘুরবে সেটা নির্ভর করে - বোতলে ভেতরে কি আছে এবং আপনার মাথার ভেতরে কি 
;এবং কতটা আছে (ঘিলু অথবা. . . ) তার উপরে |
যাগ্গে ,যা বলছিলাম - 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে' . . . থুড়ি . . মদের ফাঁদ পাতা ভুবনে . . . সত্যি বলছি কর্তারা | ভাবেননা দু পাত্তর চড়িয়েছি. . . গুগল এ এলকোহল লিখে সার্চ মারুন - আধা সেকেন্ড সময়ে ১০৭ কোটি ওয়েব পেজ সটান চলে আসবে !! তা একে ফাঁদ বলবেননা !! অবশ্য কাদের কি বলছি!!! আপনারা তো সবই জানেন!! জ্ঞানী গুণী মানুষ আপনারা; সমাজের মাথা | সে যাগ্গে, মোদ্দা কথাটা হলো মদ্য পান বিরোধী কথা বার্তা আমরা গান্ধীজীর তিন বান্দরের মতোই এড়িয়ে চলবো|
আর তাছাড়া আমাদের উত্তম বাবু তো ঢুলু ঢুলু চোখে সেই কবেই বলে গেছেন -
" মদ্য পানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ !! "
আজ্ঞে, ইয়ে বলছিলাম কি - আপনাদের মতো বিশিষ্ট বিদগ্ধ জনেদের সাথে কথা কইতে পারার সুবাদে আমারো কিছু উন্নতি হয়েছে| আপনাদের মতো আমিও কখনো সখনো পদ্য লিখে হাত মকশো করি আজ্ঞে| আপনারা যদি অনুমতি করেন তাহলে এই মদ্য পানের বিষয়েই দু চার পংক্তি আপনাদের নিবেদন করি |
কি বললেন কর্তারা? নিবেদন করবো !!. .আহা!!! ধন্য আমি| আস্তে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক| তবে শুনুন এবার | একটু কীর্তন অঙ্গের লেখা| বাবুরা ঘাড় দুলিয়ে দুলিয়ে হাতে তালি দিতে দিতে শুনতে পারেন -
শোন শোনো সর্ব জন, শোন দিয়া মন ৷
অথঃ মদ্য পানের কথা,করি বরণন ৷৷
মদ্য—সেতো গদ্য নয়, জীবনেরই পদ্য|
স্বমহিমায় বিরাজমান আদি হইতে অদ্য ৷৷
মদ্যের আছে রকম ফের, আজব তারা ভারী,
একটির নাম রামের নামে, আরেকটি সে তাড়ি৷৷
চোলাই খানি পাউচে রয়; পাঁচ টি টাকায় বিক্রি হয় !!
ধেনো !!. . সে যে অকৃত্রিম—গন্ধ পেলেই গা ঝিম ঝিম !!
দিশী তবু উচ্চ ঘর, সোমরসেরই বংশধর ৷৷
হুইস্কি বিলেতের, দিশীই বটে সাহেব দের ৷৷
মদ্য পানের সঠিক সময় সন্ধে রাতের বেলা,
হরি দিনতো গেলো,আঁধার হলো ;এবার বোতল খোলা|
জল মিশিয়ে গলায় ঢালো, দেখবে কত রং !!
কেউ হাসে, কেউ কেঁদে আকুল - কত রকম ঢং৷৷
এক গেলাসে যেমন তেমন, দুই গেলাসে ভূমি !!
তিন গেলাসে কেমন কেমন, চার গেলাসে বমি ৷৷
অথঃ মদ্য পানের কথা হইলো সমাপন,
সাঁঝের বেলা বোতল খুলে করো আচমন ৷৷
তা কর্তারা কেমন লাগলো? বেশ আমোদ পেয়েছেন তো ? এই আপনাদের মতো মান্যি গন্যি লকেদের ছোঁয়ায় যেটুকু হয় আর কি !!
তবে বাবুরা লেখাটিতে কিন্তু সচেতন বা অচেতনে কাউকে অনুসরণ করিনি | কেউ কোনো মিল পেলে, তার দায় দায় পুরোপুরি মদের বোতলের উপর . . . থুড়ী. . . বোতলের মদের উপর বর্তাবে ৷৷
আজ তাহলে এই পর্যন্তই থাকে | বাকি টা আবার পরে কখনো শোনাবো খন|