ইচ্ছেমত
ইচ্ছেমত
বলছ বটে যেমন খুশি আঁকো ;
মন চায় না আঁকতে ক্যানভাসে,
রং তুলিতে ব্যস্ত যদি থাকো ;
শব্দেরা সব মুখ বেঁকিয়ে হাসে ।
তুলির টানে কুলকুলি দেয় বুলি ;
ফাঁকা আওয়াজ শব্দ নেই তা'তে ,
খাতার পাতায় গান করে বুলবুলি ;
ঘুমপাড়ানি গীতে খুশির রাতে ।
যখন খুশি যেমন খুশি ওড়া ;
মন ভেসে যায় ইচ্ছেঘুড়ি যেন,
ছবি হ'তে মন ফাগুনে পোড়া ;
প্রেমের বুলি মনকে ভেজায় কেন !
জীব বা জড় - দু'টোই সহোদর ;
সেই উদরের ছবি আঁকি বসে,
ঘন্টা বাজায় গাছে নিশাচর ;
নিশার নেশায় পরাণ যায় খসে।
রং আর তুলি - শব্দভেদী বাণ ;
কলমদানি কঠিন কঠোর বড় ,
আশা যাদের হয় ভেঙে খানখান ;
রং তুলিতে তারাই বেশি দড়।

