ভ্যাকসিন
ভ্যাকসিন
ছোট্ট শিশি পাঁচ মিলি'লি'র
এইটুকু চেহারা,
ওতেই আছে অতিমারীর
নিধন ওষুধ ভরা।
একটা শিশির ওষুধ দিয়ে
জনা'কয় জন হয়,
সূঁচ ফুটিয়ে হাতের উপর
ওষুধ দিয়ে দেয়।
একটু আধটু জ্বর-জ্বালা যদি
কারুর কারুর হয়,
সূঁচ ফুটানোর আধবেলা পর
সেসব সেরে যায়।
দুই'বার মিলে ওষুধ নিলে
করোনা ভাইরাস,
পারবে'না আর জাঁকিয়ে বসতে
মারণ ব্যাধির ত্রাস।
ওষুধ নেওয়া মানুষেরও তবে
হতে পারে এই রোগ,
সর্দিকাশির উপর দিয়েই
কেটে যাবে সেই যোগ।
মৃত্যুমিছিল ঠেকিয়ে দেওয়ার
জন্য সবার'কার,
নাকে ঢাকা দিয়ে দূরত্বে চলার
জুড়ি মেলাই ভার।
ওষুধের সাথে এইসব নিয়ম
মানতে হবে যে আজ,
প্রকৃতির সাথে অসম লড়াইয়ে
বীরের যেমন সাজ।
তাবড় তাবড় বিজ্ঞানীরা
কাঁধে'তে কাঁধ মিলে,
মানবজাতিকে সবল করেছে
জীবনদায়ী'র বলে।
বিশ্ব জুড়ে সবার এখন
ওষুধ নেওয়ার তাড়া,
তোমরাও কেউ থেকো'না বসে
টিকাকরণ ছাড়া।
