রক্তাক্ত মানবতা সুকুমার সিনহা
রক্তাক্ত মানবতা সুকুমার সিনহা
কেউ নামেনি রাস্তায় প্রদীপ হাতে ,
আর্তনাদের ধ্বনি শোনা যায় প্রতিটি রাতে ,
রক্তে মাখা শিশুদের লাশ পড়ে প্রতিটি প্রাতে ।
নেই কোনো প্রতিবাদ - অদৃশ্য প্রতিবাদের ভাষা ,
হৃদয় মাঝে সঞ্চিত সব মৃতপ্রায় আশা ,
সমাজে জীবিত শকুনিরা খেলছে ঘৃণ্য পাশা ।
নেই প্রতিবাদের ধ্বনিতে মুখরিত হওয়ার অভিপ্রায়,
সুবিচারের আশার প্রদীপ আজ মৃতপ্রায়,
বিপন্ন বন্দি বিবেকেরা বলছে ----
সিরিয়া --- সে তো এক অন্য সম্প্রদায় --।
বিবেক আজ বন্দি অহং এর হাতে ---
চতুর্গুণ বৃদ্ধি হয়েছে অহং ভাবের,
শুধুই চিন্তা দিবারাত্রি ---
চতুর্গুণ বৃদ্ধি করতে আয়ের,
ধ্বংস হচ্ছে আজকের ভাষায় ---
একটি অন্য সম্প্রদায়ের ।
বাড়ছে আগাছার মতো নিত্য অন্যায় ---
নেই অন্যায়ের বিরুদ্ধে বিপুল সরবতা ,
বিবেক চেতনার আশ্রয়স্থল নীরবতা ,
শত আঘাতে জর্জরিত রক্তাক্ত মানবতা ।।
