STORYMIRROR

Sukumar Sinha

Romance

4  

Sukumar Sinha

Romance

বিদায় বন্ধু

বিদায় বন্ধু

1 min
196

          সুকুমার সিনহা

আনমনা ভাবনাগুলো ভিড় করে উদাসী মনে,

ভাবি শুধু তোরই কথা একাকী আপন মনে।

তোর সুখেতে মুক্তি আনে

উথাল ঢেউ মনের সাগর পানে,

তোর হাসিতে হাসতে আমি পারি--

তোর কান্নায় কাঁদতে আমি পারি --

তোর জন্য জীবন দিতে রাজি ,

আজ এখানেই রেখে গেলাম বাজি।

আর হয়তো নাই বা দেখা হলো -

মিলবো আবার পরজন্মে - তা ই

তোর মনের জমানো যতো কালো --

সবই হোক তোর ভালো - এটাই আমি চাই ।

এবার আমার বিদায় নেওয়ার পালা--

মিটবে এবার হৃদয়ে সঞ্চিত যতো জ্বালা ,

বিরহ ব্যথায় কাতর আজও কালা --

গেঁথে রাখিস সাদা ফুলের একখানি মালা ।

আর হয়তো হবে না আর দেখা--

মিলবো না আর হৃদয় মাঝে তোর ,

অদৃশ্য হোক অস্পষ্ট স্মৃতির কালো রেখা 

তোর হৃদয়ে জাগুক নতুন ভোর।

মৃত্যু পথের পথিক আমি --

জানেন শুধুই অন্তর্যামী ।

তোর হাসিতে হাসতে আমি জানি - 

তোর কান্নায় কাঁদতে আমি পারি --

বিদায় বন্ধু----এবার তবে আসি।


Rate this content
Log in

Similar bengali poem from Romance