হারাতে চাই না তোকে
হারাতে চাই না তোকে
সুকুমার সিনহা
হারাতে চাই না তোকে
বুকের জীর্ন শতদীর্ণ বুকের পাজর ,
তবুও অন্তবিহীন চলার পথে চাই তোকে ।
পথ ভুলে কেমন যেন আসিস - বৃষ্টি হয়ে ,
আধপশলা বৃষ্টি হয়ে ঝরে পড়িস মনের কোণে ,
ভালোবাসার স্নিগ্ধ পরশে দিয়ে যাস আধফোটা ফুল --
ঝরে পড়ে প্রভাতে - নেই প্রাপ্তির পূর্ণতা --
ভেঙে পড়ে ভালোবাসার নদীর দুই কুল ,
সঞ্চিত অভিমানেরা যন্ত্রণা দেয় অবশেষে ।
বেদনারা ঝরে পড়ে অশ্রুধারা হয়ে --
মনে হয় ভুলে যাই তোকে --
হঠাৎ নীলাকাশের বুকে রামধনুর মতো -
ফিরে আসিস আমার বুকে --
যদিও ভাবি ফিরিয়ে দেবো --
বলবো এই বেশ ভালো আছি ,
কিন্তু - তোকে কাছে দেখে -
মনটা তোলপাড় করে - আর বলে ওঠে -
তোকেই ভালোবাসি - তোকেই ভালোবাসি ।
তবুও প্রশ্ন করতে ইচ্ছে হয় --
কেন উবে যাস কর্পূরের মতো ?
কেন দিয়ে যাস্ যন্ত্রণা ?
তুই তো জানিস --
হারাতে চাই না তোকে ।
যদি ভাবিস যাবোই চলে নদীর অন্য স্রোতে ,
বলেই দেখ না - ছেড়েই দেবো -
কেন থাকিস মৌনব্রতে ?
বৃষ্টি হয়ে যদি ফিরিস আবার - মনের আকাশে
পবিত্রতার সুগন্ধি যদি ভরিয়ে দিস বাতাসে ,
তা না হয় সুখেই থাকিস আমার সর্বনাশে ,
তবুও - তবুও থাকবি তুই স্মৃতির ক্যানভাসে ।

