Sukumar Sinha

Classics

4  

Sukumar Sinha

Classics

সুরক্ষা বলয়

সুরক্ষা বলয়

1 min
222


আভিজাত্যের রঙিন কৃত্রিম আলোয় ভরা দালান থেকে 

কখনো আলোয় কখনো বা অন্ধকারকে সঙ্গী করা দুঃস্থ

অসহায় গরীবের প্রাঙ্গনেও ভ্রাতৃদ্বিতীয়ার খুশির বাতাস হয়েছে প্রবাহিত , প্রতিপদের পর আজ ভ্রাতৃদ্বিতীয়া -সবাই অবহিত ।   

 

আজ রঙিন কৃত্রিম আলোর শিখা দূরে সরিয়ে প্রাণ ফিরে পেয়েছে ক্ষুদ্র মাটির প্রদীপ ,

প্রাণটাকে উজাড় করে উজ্জ্বলতায় দিয়েছে ভরিয়ে ।

অন্ধকারে আবদ্ধ ছিল যে থালাটি -- সেই থালাটিও সেজেছে আজ নতুন সাজে, থালার বিদ্যমান প্রদীপের শিখাও উজ্জ্বলতা নিয়ে জ্বলছে আপন রাজে ।


নতুন সাজে নতুন রূপে এসেছে ভ্রাতৃদ্বিতীয়া , 

নেই কোনো বিভাজনের সীমারেখা - প্রতিপদ সরিয়ে আজ দ্বিতীয়া । বাবুই পাখিরা যেমন একফোঁটা বৃষ্টির আশায় তাকিয়ে থাকে উদাস মনে আকাশ পানে ,

ভাইয়েরাও তাকিয়ে থাকে এই দিনটির অপেক্ষায় 

কখন বাতাসে আসবে ভেসে ভ্রাতৃদ্বিতীয়ার ধ্বনি কানে ।


একফোঁটা চন্দনের ফোঁটা কখন প্রতিষ্ঠিত হবে কপালে ,

যারা থাকো দূরে -- কেউ বা সীমান্তের সুরক্ষায় - কেউ বা কাশ্মীর কিংবা ভূপালে , তাদের জন্য বোনেদের তরফ থেকে বাতাসের ডাকে পাঠালাম একফোঁটা চন্দনের ফোঁটা , প্রদীপের শিখার মতো ভরে উঠুক তোমাদের জীবন উজ্জ্বল আলোয় , এই একফোঁটা চন্দনের ফোঁটা 

গড়বে তোমার চতুর্দিকে এক অদৃশ্য সুরক্ষা বলয় ।


Rate this content
Log in